Advertisement
Project Cheetah: বিশেষ বিমানে মোদির জন্মদিনে দেশে আসছে নামিবিয়ার ৮ চিতা, রাখা হবে মধ্যপ্রদেশে
৭০ বছর পর দেশে আসছে বিলুপ্ত চিতা।
নামিবিয়া থেকে ভারতে আসছে আটটি চিতা (Cheetah)। বি-৭৪৭ জাম্বো জেট বিমানে ভারতে আনা হচ্ছে চিতাগুলিকে। বিমানটিতে খাঁচার বন্দোবস্ত করা হয়েছে। বিমানে রয়েছেন একজন পশু চিকিৎসক এবং বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ওই চিতাগুলিকে মধ্যপ্রদেশের শেওপুরের কুনো জাতীয় উদ্যানে ছাড়া হবে। আপাতত তার ঘেরা মুক্ত জঙ্গলে থাকবে তারা।
৩টি পুরুষ ও ৫টি স্ত্রী মিলিয়ে মোট ৮টি চিতা আনা হচ্ছে। সাড়ে পাঁচ বছর বয়সি পুরুষ চিতা দু'টি সম্পর্কে দুই ভাই। একই মায়ের সন্তান তারা।
নামিবিয়া থেকে ভারতে আসছে সাড়ে পাঁচ বছর বয়সি একটি স্ত্রী চিতা। ২০১৭ সালে জন্মানোর পর থেকে অপুষ্টিতে ভুগছিল তারা। তবে চিকিৎসকের তত্ত্বাবধানে সুস্থ হওয়ার পর ২০১৮ সালের শুরুর দিকে সিসিএফ সেন্টারে ছেড়ে দেওয়া হয় তাদের।
Published By: Sayani SenPosted: 08:46 PM Sep 16, 2022Updated: 08:46 PM Sep 16, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ