সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক জনসভায় মুসলিম বিরোধী মন্তব্য করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অথচ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না নির্বাচন কমিশন, এমনই অভিযোগ তুলে এবার উচ্চ আদালতে মামলা দায়ের করল কংগ্রেস (Congress)। মামলায় আবেদন জানানো হয়েছে, মোদির ঘৃণা ভাষণের জন্য বিজেপি (BJP) দলকে জবাবদিহি করার বদলে সরাসরি নরেন্দ্র মোদিকে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হোক কমিশনকে।
মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করে তামিলনাড়ু কংগ্রেসের আবেদন, নির্বাচনী প্রচারে গিয়ে নরেন্দ্র মোদি লাগাতার ঘৃণা ভাষণ দিলেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না কমিশন। বরং মোদির পরিবর্তে নোটিস পাঠানো হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। সেখানে অত্যন্ত হালকা ভাবে বলা হচ্ছে 'কারণ জানাও'। ঘৃণা ভাষণের জন্য ব্যক্তি নরেন্দ্র মোদি 'অপরাধী' বলে উল্লেখ করে কংগ্রেসের দাবি, সাম্প্রদায়িক ও অপমানজনক টিপ্পনি, বিভাজনমূলক ভাষণের জন্য নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে দায়ী। সেখানে নির্বাচন কমিশন যেভাবে তাঁর প্রতি উদারতা দেখাচ্ছে তা নাগরিক সমাজে খারাপ উদাহরণ তৈরি করবে। এবং আমাদের দেশে গণতান্ত্রিক নির্বাচনের অখণ্ডতাকে দুর্বল করবে।
[আরও পড়ুন: এবার আহমেদনগরের নামবদল! মোদিকে পাশে নিয়ে ভোটপ্রচারে ঘোষণা ফড়ণবিসের]
একইসঙ্গে আদালতের কাছে মোদির ঘৃণা ভাষণ তুলে ধরা হয়েছে কংগ্রেসের তরফে। বলা হয়েছে, '২০২৪ এর লোকসভা নির্বাচন জিততে বেপরোয়া হয়ে উঠেছেন নরেন্দ্র মোদি। যার জেরে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজনমূলক ভাষণ দিয়ে চলেছেন তিনি। মুসলিমদের 'অনুপ্রবেশকারী', 'ওরা অধিক সন্তান প্রসব করে' বলে অভিযোগ করেছেন মোদি। এমন কী কংগ্রেসের ইস্তেহার নিয়েও 'অপমানজনক' ও 'বিভ্রান্তিকর' মন্তব্য করে চলেছেন। এই ধরনের মন্তব্য করা থেকে ওনাকে আটকানো উচিৎ। যদিও প্রক্রিয়াগত ত্রুটি থাকার জেরে এই মামলা গ্রহণ করেনি আদালত। বলা হয়েছে, রেজিস্টারের কাছে গিয়ে আগে মামলাটি সঠিকভাবে রেজিস্টার করানোর জন্য। তার পর এই মামলার শুনানির দিন ঠিক হবে।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারে রাজস্থানের একটি সভায় গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, “সরকারে থাকাকালীন কংগ্রেস (Congress) বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সকলের আগে। অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে, যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইস্তেহারেই বলা হয়েছে, মা-বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।” মোদির সেই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কমিশনে। তবে মোদির পরিবর্তে নোটিস পাঠানো হয় বিজেপিকে। সেই ঘটনাতেই এবার আদালতের দ্বারস্থ হল তামিলনাড়ু কংগ্রেস।