shono
Advertisement

Breaking News

WhatsApp

হোয়াটসঅ্যাপেই মিলবে বিদ্যুৎ সংযোগ, মেটানো যাবে বিলও, নয়া পরিষেবা শুরু রাজ্যে

বিদ্যুতের এই অভিনব নয়া পরিষেবার সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:39 AM Sep 27, 2024Updated: 09:39 AM Sep 27, 2024

স্টাফ রিপোর্টার: বিদ্যুতের বিল জমা থেকে বিলের কপি বা কোটেশনের নতু্‌ন সংযোগ নেওয়া, বিদ্যুৎ পরিষেবার যাবতীয় তথ‌্য মিলবে এখন আপনার মোবাইলের হোয়াটসঅ‌্যাপে। শুধু তাই নয়, বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগও (নো পাওয়ার কল ডকেট) যেমন জানানো যাবে, তেমনই প্রাকৃতিক দুর্যোগের আগে সুরক্ষা ও সতর্কতা সংক্রান্ত বার্তাও পাঠাবে বিদ্যুৎ বণ্টন নিগম। বৃহস্পতিবার সল্টলেকের বিদ্যুৎভবনে বাংলা জুড়ে বিদ্যুতের এই অভিনব নয়া পরিষেবার সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement

বহুমুখী বিদ্যুৎ পরিষেবার হোয়াটসঅ‌্যাপ নম্বরটি হল 8433719121। এদিনই এই সরকারি কর্মসূচিতে উৎসবের দিনগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে পুজোর কন্ট্রোল রুমেরও সূচনা করেন বিদ্যুৎমন্ত্রী। জানিয়ে দেন,‘‘টানা ভারী বৃষ্টি ও বন‌্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুমাস ধরেই বিশেষ কন্ট্রোল রুম খোলা ছিল। আর এবার চালু হল উৎসব উপলক্ষে‌ বিশেষ কন্ট্রোল রুম। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত ২৪x৭ এই কন্ট্রোল রুম চলবে।’’ রাজ‌্য বিদ্যুৎ বণ্টন নিগমের কন্ট্রোল রুমের ফোন নম্বর –8900793503 ও 8900793504 এবং সিইএসসি এলাকার পুজোর কন্ট্রোল রুমের দুটি ফোন নম্বর– 98310 79666 ও 98310 83700 বলে জানান বিদ্যুৎমন্ত্রী। এছাড়া এই উৎসব ও বন‌্যার কথা মাথায় রেখেই বিদ্যুৎ দপ্তরের সমস্ত বিদ্যুৎকর্মী এবং ইঞ্জিনিয়ারদের ছুটিও বাতিল করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ ও দুর্গাপুজোয় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এদিন বিদ্যুৎভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ‘‘আসন্ন দুর্গোৎসব ও চলমান প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা চালু হচ্ছে। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত এই পরিষেবা মিলবে।’’ উত্তরোত্তর বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কথা পরিসংখ‌্যান দিয়ে জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘‘যত সময় যাচ্ছে দুর্গাপুজোর সংখ্যা যেমন বাড়ছে তেমন পুজোয় বিদ্যুতের চাহিদাও বাড়ছে।’’

অরূপ বিশ্বাসের কথায়, ‘‘২০১১ সালে ২০ হাজার ৯০০টি পুজোকে অস্থায়ী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। সেখানে গত ২০২৩ সালে সংযোগ দিতে হয়েছিল ৪৭ হাজার ২৭৫টি পুজোকে। এবার সেই সংখ্যাটা আরও বাড়বে বই কমবে না। চাহিদা মেনে বিদ্যুৎ জোগান দিতে তৈরি রয়েছে রাজ‌্য সরকার।’’ সমস্ত রিজিওনাল অফিসও খোলা থাকবে পুজোয়। বিদ্যুৎ দপ্তরের ১৫৯১টি অফিস প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে তৎপরতার সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার ও কর্মীরা সমস্তা প্রতিকূলতার মোকাবিলা করেছে, পরিষেবা স্বাভাবিক করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদ্যুতের বিল জমা থেকে বিলের কপি বা কোটেশনের নতু্‌ন সংযোগ নেওয়া, বিদ্যুৎ পরিষেবার যাবতীয় তথ‌্য মিলবে এখন আপনার মোবাইলের হোয়াটসঅ‌্যাপে।
  • বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগও (নো পাওয়ার কল ডকেট) যেমন জানানো যাবে, তেমনই প্রাকৃতিক দুর্যোগের আগে সুরক্ষা ও সতর্কতা সংক্রান্ত বার্তাও পাঠাবে বিদ্যুৎ বণ্টন নিগম।
  • সল্টলেকের বিদ্যুৎভবনে বাংলা জুড়ে বিদ্যুতের এই অভিনব নয়া পরিষেবার সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
Advertisement