shono
Advertisement

Breaking News

ফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ ২ হিজবুল জেহাদি

উপত্যকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা৷ The post ফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ ২ হিজবুল জেহাদি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:34 AM Aug 29, 2018Updated: 11:04 AM Aug 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে আগুন জ্বলছে সেনা-ছাউনি, অন্যদিকে পাক সীমান্ত শুরু গোলাবর্ষণ৷ বুধবার জোড়া বিপর্যয়ে বেশ খানিকটা নাস্তাবুদ ভারতীয় সেনা৷ তবুও, দেশ রক্ষার স্বার্থে বুক চিতিয়ে আপ্রাণ লড়াই চালিয়ে গেলেন ভারতীয় জওয়ানরা৷ দীর্ঘ গুলির লড়াইয়ের পর অবশেষে দুই হিজবুল জঙ্গিকে নিকেশ করে মধুর প্রতিশোধ নিল সেনা৷

Advertisement

[বাদ পড়া ব্যক্তিদের ফের সুযোগ কেন? এনআরসি ইস্যুতে প্রশ্ন সুপ্রিম কোর্টের  ]

সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন গভীর রাতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় মাচিলে বিধ্বংসী আগুনে ছাই ১৬ সেনা-ছাউনি৷ আগুনের ভস্মীভূত ৪৫ রাষ্ট্রীয় রাইফেলসের শিবির৷ তবে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা না গেলেও নাশকতার আশঙ্কা এখনই উড়িয়ে দিচ্ছে না সেনা৷ একদিকে যখন সেনা-ছাউনিতে নেমে এসেছে বিপর্যয়, ঠিক তখনই নিরাপত্তারক্ষীদের সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষের নতুন করে তপ্ত হতে শুরু করল অনন্তনাগ৷ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা৷

[বন্যাতেও বিরাম নেই মদ্যপানে, ১০ দিনে ৫১৬ কোটির মদ বিক্রি কেরলে]

ভারতীয় সেনা সূত্রের খবর, সিআরপিএফ, এসওজির যৌথ বাহিনীর জওয়ানরা খানাবারালের বিনপোরা ও মুনিয়ার এলাকায় টহল দিচ্ছিলেন৷  সেই সময়ই হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে৷ সঙ্গে চলতে থাকে গুলিবর্ষণ৷ পাক সেনাকে পালটা উপযুক্ত জবাব দিতে খুব বেশি দেরি হয়নি যৌথ বাহিনীর জওয়ানদের৷ শুরু হয় টানা গুলির লড়াই৷ এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে শুরু হয় সেনা তল্লাশি অভিযান৷ ভারতীয় সেনাকে বিভ্রান্তি ফেলতে সীমান্তের ওপার থেকে শুরু হয় ‘ক্রস ফায়ারিং’৷ জঙ্গি অনুপ্রবেশে মদত দিতে বিনা প্ররোচনায় পাক সেনার তরফে গুলিবর্ষণ করা হয় বলেও খবর৷ পাক সেনার গুলির জবাবও দিতে শুরু করেছেন ভারতীয় জওয়ানরা৷ দীর্ঘ গুলির লড়ায়ের শেষে দুই জঙ্গিকে খতম করে সেনা৷ হত দুই জঙ্গিই হিজবুলের সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে৷ 

 

অন্যদিকে, বেআইনি ভাবে সীমান্ত পেরানোর অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মীরের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা৷ ইতিমধ্যেই ধৃত তিন বাংলাদেশিকে জম্মু-কাশ্মীর পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ পুলিশ ধৃতদের জেরা করতে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷ ধৃত তিন বাংলাদেশি ঠিক কী করণে পাক সীমান্ত পেরানোর চেষ্টা করছিল তা জানাতে জেরা শুরু করেছে পুলিশ৷ ধৃতদের সঙ্গে কোনও জঙ্গি যোগাযোগ আছে কি না তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ৷

[মহাকাশ থেকে কেমন দেখতে বন্যাবিধ্বস্ত কেরলকে? ছবি প্রকাশ নাসা-র]

The post ফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ ২ হিজবুল জেহাদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement