shono
Advertisement

সাধারণতন্ত্র দিবসে ইংল্যান্ডের কাছে হার ভারতের

ভারত-১৪৭/৭ (রায়না -৩৪, ধোনি- ৩৬) ইংল্যান্ড-১৪৮/৩ (রুট- ৪৬, মর্গ্যান-৫১) ইংল্যান্ড সাত উইকেটে জয়ী৷ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অশ্বিন, জাদেজাকে৷ সিরিজের প্রথম ম্যাচে সেটাই বোধহয় ফ্যাক্টর হয়ে গেল৷ বিশেষত ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনে৷ চহাল চমক দিলেন বটে, তবে ম্যাচ বাঁচাতে পারলেন না৷ নেহরার অভিজ্ঞতাতেও ফিরল না পুরনো ম্যাজিক৷ সাধারণতন্ত্র দিবসে ইংল্যান্ডের কাছে […] The post সাধারণতন্ত্র দিবসে ইংল্যান্ডের কাছে হার ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:45 PM Jan 26, 2017Updated: 02:31 PM Jan 26, 2017

ভারত-১৪৭/৭ (রায়না -৩৪, ধোনি- ৩৬)

Advertisement

ইংল্যান্ড-১৪৮/৩ (রুট- ৪৬, মর্গ্যান-৫১)

ইংল্যান্ড সাত উইকেটে জয়ী৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অশ্বিন, জাদেজাকে৷ সিরিজের প্রথম ম্যাচে সেটাই বোধহয় ফ্যাক্টর হয়ে গেল৷ বিশেষত ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনে৷ চহাল চমক দিলেন বটে, তবে ম্যাচ বাঁচাতে পারলেন না৷ নেহরার অভিজ্ঞতাতেও ফিরল না পুরনো ম্যাজিক৷ সাধারণতন্ত্র দিবসে ইংল্যান্ডের কাছে হার মানতে হল কোহলি বাহিনীকে৷

পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ধোনি ও সিন্ধু

কোহলির জয়রথ থামাতে এদিন গোপন অস্ত্রের ব্যবস্থা করেছিল ইংল্যান্ড৷ ম্যাচের আগের দিনই সে সব পাত্তা দেননি ভারতীয় ক্যাপ্টেন৷ তা শুধু কথায় নয়, কাজেও৷ এদিন লোকেশ রাহুলকে নিয়ে ওপেন করতেই নেমে পড়লেন৷ তবে সব দিন সমান যায় না৷ আজকের দিনটাও কোহলির ছিল না৷

বলা যায়, ভারতীয় ব্যাটিং লাইন আপের জন্যও আজকের দিনটা ঠিকঠাক ছিল না৷ কোহলি, রাহুল, যুবরাজ কেউই তেমন কিছু করতে পারলেন না৷ আশা জাগাচ্ছিলেন সুরেশ রায়না৷ একদিনের সিরিজে কেদার যাদবের দুরন্ত পারফরম্যান্সের জেরে তিনি দলে জায়গা পাবেন কি না তা নিয়েই জোর জল্পনা ছিল ক্রিকেট দুনিয়ায়৷নিজেকে প্রমাণ করার একটা তাগিদ বোধহয় ছিল রায়নার নিজেরও৷ এদিন তাঁর ব্যাট থেকে বড় রানের ইনিংস আসার ইঙ্গিতও ছিল৷ কিন্তু স্টোকসের কাছে পরাস্ত হতে হল৷ ফিরলেন ৩৪ রান করে৷ একা দুর্গ সামলাচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ যতক্ষণ তিনি ক্রিজে আছেন, ততক্ষণ ভারতেরও রান মেশিন সচল থাকবে, এমনটাই প্রত্যাশা৷ কিন্তু তাঁকে সঙ্গত দেওয়ার যোগ্য ব্যক্তি কাউকে দেখা গেল না৷ মণীশ পাণ্ডে ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না৷ হার্দিক, বুমরাও তথৈবচ৷ ফলত ১৪৭ রানেই থামতে হল ভারতকে৷ ধোনি অপরাজিত থেকে গেলেন ২৭ বলে ৩৬ রান করে৷

সম্মান অর্জন করতে চান, তাই সাম্মানিক ডক্টরেট ফিরিয়ে দিলেন দ্রাবিড়

টি-টোয়েন্টিটে এখন যেরকম রান ওঠে, তাতে লক্ষ্যমাত্রা এমন কিছু নয়৷ রয় ও বিলিংস খেলছিলেন হাত খুলেই৷ আশিস নেহরাকে ফিরিয়ে আনা নিঃসন্দেহে ভারতের বড় চমক৷ আবার তাঁর অভিজ্ঞতার ভেলকি দেখাবে, এমনটা আশা ছিল৷ কিন্তু এদিন নেহরা খেলার রং বদলে দিতে পারলেন না, বদলে ম্যাজিক দেখালেন চহাল৷ পরপর শুধু রয়, আর বিলিংসেই ফেরালেন না, ভারতকেও খেলায় ফিরিয়ে আনেন৷ মোড় ঘোরানো মুহূর্তেই খেলাকে এনে দাঁড় করিয়েছিলেন চহাল৷ তবে রুট, মর্গ্যান দক্ষতার সঙ্গেই ঘর সামলাতে থাকেন৷ ভারতীয় বোলারদের সমস্ত ভুলচুকে কড়া শাসনের মেজাজেই দেখা গেল দুজনকে. ফলত জয়ে পৌঁছতে দেরি হয়নি৷ ৩৮ বলে ৫১ করে মর্গ্যান যখন ফিরলেন, তখন ঘর গুছিয়ে নিয়েছে ইংল্যান্ড৷ বাকি কাজটার জন্য রুট তো ছিলেনই৷ বুমরাহ যদি রুটের উইকেটটা নিতে পারতেন, তবে হয়ত খেলায় কিছু চমক থাকলেও থাকতে পারত৷ কিন্তু নো বলের গেরোয় সে সুযোগ হারালেন বুমরাহ৷ ফলত ম্যাচ জিততে বিশেষ কষ্ট করতে হয়নি ইংল্যান্ডকে৷ সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়ই হাসিল করে নিল মর্গ্যানবাহিনী৷

পদ্ম সম্মান না পেয়ে ক্ষোভ উগরে দিলেন জোয়ালা গুট্টা

The post সাধারণতন্ত্র দিবসে ইংল্যান্ডের কাছে হার ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement