সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে এক বছর হতে চলেছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা নেই। মেয়ে হারানোর শূন্যতা নিয়েই নিজেকে অল্প অল্প করে সামলে নিচ্ছেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। মেয়ের ব্যবহার করা জিনসপত্র, শখের মধ্য়ে দিয়েই মেয়েকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। আর তাই তো এবার শিখা শর্মার নতুন উদ্য়োগ।
গাছ ও কুকুর খুবই ভালোবাসতেন ঐন্দ্রিলা। নিজের ফ্ল্য়াটকে সাজিয়ে ছিলেন সেই ভাবেই। তাই অভিনেত্রীর মা বৃক্ষরোপন করলেন মেয়ের নামে। তাঁর কথায়, গাছের মধ্য়ে দিয়েই আমার মেয়ে বেঁচে থাকবে সারা জীবন। বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হল এই বৃক্ষরোপণ কর্মসূচি। সেখানেই অংশ নিলেন ঐন্দ্রিলার মা।
[আরও পড়ুন: শাহরুখকে খুনের হুমকি! Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে মহারাষ্ট্র সরকার]
একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল ঐন্দ্রিলার শরীরে। দু’বারই ক্যানসারকে নকআউট করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের ছোবলের সঙ্গে বিপুল লড়েও জেতা হল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)। মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর আত্মীয় ও অনুরাগীদের আশা জন্মাচ্ছিল, হয়তো এই বার চেতনা ফিরবে তাঁর। কিন্তু তারপরই আবার হার্ট অ্যাটাক। একবার নয়, বারবার। হাজার চেষ্টা করেও কোমা থেকে আর কোনওভাবেই ফেরানো গেল না তাঁকে। ২০২২ সালের ২০ নভেম্বর না ফেরার দেশে চলে গেলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। সবাই ভাবত ফিনিক্স পাখির মতো ঠিক ফিরে আসবেন, সব প্রতিকূলতাকে জয় করে। কিন্তু ফিনিক্স হয়েছিলেন ঐন্দ্রিলা। চলে গিয়েছেন আলোকবর্ষ দূরে।