shono
Advertisement

Breaking News

বছরের শেষ বুধবারই বাগদান সেরে ফেলছেন রণবীর-আলিয়া! জল্পনা তুঙ্গে

উপস্থিত দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং?
Posted: 12:57 PM Dec 30, 2020Updated: 12:57 PM Dec 30, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনে জোর গুঞ্জন, বছরের শেষ বুধবার অর্থাৎ আজই আংটি বদল সেরে ফেলছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। রাজস্থানে পাড়ি দিয়েছেন দুই তারকা। জয়পুরেই নাকি গিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিং (Ranveer Singh)। সম্পর্ক ভাঙার পরও দীপিকার সঙ্গে খুবই ভাল সম্পর্ক কাপুর জুনিয়রের। রণবীর সিংয়েরও তাতে কোনও আপত্তি নেই। সূত্রের খবর, রাজস্থানের রণথম্বোর জাতীয় উদ্যানে (Ranthambore National Park) রয়েছেন বলিউডের চার মূর্তি। আর সেখানেই বাগদান পর্ব সেরে ফেলতে চলেছেন আলিয়া ও রণবীর।

Advertisement

কিছুদিন আগেই এক সাক্ষাৎকার দিতে গিয়ে চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দকে রণবীর জানিয়েছিলেন, করোনার (Corona Virus) প্রকোপ না থাকলে চলতি বছরেই বিয়েটা সেরে ফেলতেন তিনি। এই বছরই আবার বাবা ঋষি কাপুরকেও (Rishi Kapoor) হারিয়েছেন রণবীর। কঠিন সময়ে প্রেমিকের পাশে থেকেছেন আলিয়া। সেই সাক্ষাৎকারেই রণবীর ইঙ্গিত দিয়েছিলেন নতুন বছরে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা রয়েছে তাঁর।

[আরও পড়ুন: প্রথমবার ভারচুয়াল উদ্বোধনের পথে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! কারা থাকবেন?]

শোনা গিয়েছে, রণথম্বোরের এক পাঁচতারা হোটেলে রয়েছেন রণবীর, আলিয়া এবং রণবীর-দীপিকা। সেখানে রণবীর মা নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর এবং ঋদ্ধিমার স্বামী ভরত সাহানিকেও দেখা গিয়েছে। আলিয়ার পক্ষ থেকে নাকি রয়েছেন মহেশ ভাট, সোনি রাজদান এবং শাহিন ভাট। পরিবার ও দীপিকা-রণবীরের উপস্থিতিতেই নাকি আংটি বদল করবেন বলিউডের জনপ্রিয় জুটি। কিছুদিন আগেই কাপুর পরিবারের বড়দিনের সেলিব্রেশনের ছবি পোস্ট করেছিলেন করিনা কাপুর। সেখানে আলিয়ার গলা জড়িয়ে বসেছিলেন রণবীর কাপুর। ক্যাপশনে করিনা জানিয়েছিলেন, পরিবারের ঐতিহ্য বজায় রাখার কথা। শোনা গিয়েছে, কাপুর ও ভাট পরিবারের উপস্থিতিতে পাঁচতারা হোটেলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

[আরও পড়ুন: শীতকাতুরে বাঙালি অনির্বাণের জ্বালায় অতিষ্ঠ ঋদ্ধিমা! ভিডিওয় দেখুন দু’জনের কাণ্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement