shono
Advertisement

Breaking News

ইডি বিতর্ক অতীত, দুবাইয়ের আকাশে উড়ছেন ‘লিডিং হিরো’বনি সেনগুপ্ত, দেখুন ভিডিও

ভিডিও শেয়ার করায় কটাক্ষের শিকার বনি।
Posted: 05:47 PM Mar 29, 2023Updated: 05:47 PM Mar 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই কুন্তল ঘোষের সঙ্গে যোগ থাকায় ইডির অন্দরে টানাটানি টলিপাড়ার অভিনেতা বনি সেনগুপ্তকে। কুন্তল ঘোষের টাকায় গাড়ি কেনায় কম ঝক্কি পোহাতে হয়নি তাঁকে। ইডির কাছে সমস্ত টাকা ফেরৎ দিয়েই আপাতত রেহাই পেয়েছেন বনি। এখন তাই নিশ্চিন্ত সময়। এদিকও ওদিক না ভেবে, বনি রওনা দিয়েছেন দুবাইয়ে। অন্তত, তাঁর সোশ্য়াল মিডিয়ার অ্য়াকাউন্ট এমনটাই বলছে। আর দুবাইয়ে গিয়েই অভিনেতার স্বপ্নপূরণ।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বনি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে জিপলাইনে দুবাই শহরের আকাশে উড়ে বেড়াচ্ছেন বনি। সেই ভিডিও শেয়ার করে বনি লিখলেন, এই শহরে সব স্বপ্নপূরণ হয়!

[আরও পড়ুন:  অক্ষয় কুমারের ছবির শুটিংয়ে দুর্ঘটনা, দুর্গ থেকে পড়ে মৃত্যু এক কর্মীর!]

বনির এই ভিডিও দেখে একদিকে যেমন তাঁর অনুরাগীরা খুশি হয়েছেন। তেমনি নেটিজেনদের একাংশ কটাক্ষ করতেও ছাড়েননি বনিকে। অনেকেই লিখেছেন, ইডি আসবে বলে উড়ে যাচ্ছে। আবার অনেকে বনিকে ‘লিডিং হিরো’ বলেও খোঁচা দিতে ছাড়েননি ।

[আরও পড়ুন: ‘ব্যোমকেশ’ দেবের সত্যবতী মৌনী রায়! টলিপাড়ার নতুন জুটি নিয়ে শোরগোল শুরু ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement