shono
Advertisement

Breaking News

দীপিকার বুকে মুখ রেখে ‘ইশক’ হৃতিকের, ‘ফাইটার’-এর গানে জ্বলে উঠল কামনার আগুন

কখনও সমুদ্রের নীল জলে, আবার কখনও সাদা বালিতে শুয়ে চুটিয়ে রোম্যান্স তারকা জুটির।
Posted: 05:35 PM Dec 22, 2023Updated: 07:21 PM Dec 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমনি দীপিকা পাড়ুকোন, তেমনি হৃতিক রোশন (Hrithik Roshan)। একজন বলিউডের ‘গ্রিক গড’, অন্যজন সুন্দরী ‘মস্তানি’। ‘ফাইটার’ সিনেমার (Fighter Movie) নতুন গানে দুজনের অনস্ক্রিন রসায়ন যেন সমুদ্রের নোনা জলেই ‘ইশক’-এর তীব্র আগুন ধরিয়েছে।

Advertisement

‘ফাইটার’ সিনেমার প্রথম ঝলক থেকেই দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), হৃতিক রোশন নজর কেড়েছেন। এক ফ্রেমে দুই তারকাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা। ‘ফাইটার’ ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করছেন হৃতিক। অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিনাল রাঠোর ওরফে মিন্নি। বায়ুসেনার পোশাকেই মন জয় করেছিলেন দুজন। তবে নতুন এই গানে হৃতিক বেয়ার বডি লুকে, আর দীপিকা রয়েছেন বোল্ড বিকিনিতে।

[আরও পড়ুন: রক্তস্নাত বলিউডকে জীবনের গল্প শোনাল ‘ডাঙ্কি’, কেমন হল শাহরুখের নতুন ছবি?]

‘পাঠান’ ছবিতে গেরুয়া বিকিনিতে ‘বেশরম’ হয়েছিলেন দীপিকা। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। তবে সেই পর্ব এখ অতীত। আর ফের বোল্ড মেজাজে বলিউডের ‘মস্তানি’। সিক্সপ্যাক অ্যাবে তাঁকে টেক্কা দিচ্ছেন হৃতিক রোশনও। কখনও সমুদ্রের নীল জলে, আবার কখনও সাদা বালিতে শুয়ে চুটিয়ে রোম্যান্স তারকা জুটির।

বিশাল-শেখরের সঙ্গীত পরিচালনায় ‘ইশক জ্যায়সা কুছ’ গানটি গেয়েছেন বিশাল, শেখর, শিল্পা রাও মেলো ডি। গানের কথা লিখেছেন কুমার। ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইটার’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, সানজিদা শেখ, তালাত আজিজ, সঞ্জীব জয়সওয়াল।

[আরও পড়ুন: ছবি বিশ্বাসকে কি টেক্কা দিতে পারলেন ‘কাবুলিওয়ালা’ মিঠুন? পড়ুন রিভিউ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement