সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের মুখে পড়ল যশ দাশগুপ্তর (Yash Dasgupta) প্রথম বলিউড ছবি ‘ইয়ারিয়া ২’। এক গানের দৃশ্য কৃপান ব্যবহার করায় শিখ সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়ল এই ছবির পরিচালক রাধিকা রাও ও বিনয় সপ্রু। তাঁদের অভিযোগ, গানের দৃশ্যে শিখ ধর্মের পবিত্র কৃপান ব্যবহার করায় সমূহ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশে অভিযোগ দায়ের করেছিল শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি তথা এসজিপিসি। এবার জলন্ধর জেলার এক থানায় এই ছবির বিরুদ্ধে শিখ তালমেল কমিটি FIR দায়ের করেছে বলে জানালেন, সাব ইনসপেক্টর অশোক কুমার।
২০১৪ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘ইয়ারিয়া’। সেই ছবি বক্সঅফিসে খুব একটা ছাপ ফেলতে না পারলেও নবীন প্রজন্মের মনে দাগ কেটেছিল সিনেমার গান। আট বছর পর এবার সেই সিনেমারই সিক্যুয়েল আসতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ইয়ারিয়া ২’র টিজার। সেখানেই দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। ঝলকে অভিনেতা উসকে দিয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’র ‘অরণ্য’ নস্ট্যালজিয়া। যে চরিত্রে বাঙালির অন্দরমহলে তিনি মারাত্মক জনপ্রিয়তা লাভ করেছিলেন।
[আরও পড়ুন: মাদককাণ্ডের অপমানের বদলা! ‘বাপ সে বাত কর’, ওয়াংখেড়েকে হুমকি ‘জওয়ান’ শাহরুখের?]
টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত যে বলিউডে পাড়ি দিয়েছেন, সে খবর আগেই মিলেছিল। বলিউড অভিনেত্রী দিব্যা খোসলার বিপরীতে তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন বাংলার যশ। একেবারে কর্পোরেট, আনরোম্যান্টিক স্বামীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। স্ত্রী দিব্যার সঙ্গে বনিবনা না হওয়ার ঝলকও ধরা পড়ে। স্বামী-স্ত্রীর মধ্যে এমন দাম্পত্য রসায়ণ দেখে ভক্তদের অনেকেই আবার পাখি-অরণ্যকে শরণ করেছেন।
তবে শুধু যশ নয়, এই ছবিতে রয়েছেন, জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি, লিলেট দুবে, টেলিভিশনের জনপ্রিয় মুখ পার্ল ভি পুরী। ছবিটি পরিচালনা করছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও। টিজার দেখেই বোঝা যাচ্ছে, ‘ইয়ারিয়া’ ছবির মতোই, ‘ইয়ারিয়া টু’-ও অন্যরকম একটা লাভস্টোরির গল্প বলতে চলেছে। এককথায়, টলিউডের পর এবার বলিউডেও যে এবার বড় ব্রেক পেতে চলেছেন যশ, তা টিজার দেখেই আন্দাজ করা গেল।