কাপুর পরিবারে সানাইয়ের সুর, সোনম-আনন্দের বিয়েতে শামিল তারকারা

03:03 PM May 08, 2018 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্য মাথার উপর অবস্থান করছে। রাস্তায় বের হওয়াই দায়। এত গরমেও সরগরম বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড। বসেছে হাই প্রোফাইল বিয়ের আসর। লাল লেহঙ্গা পরে হাজির কনে। বরও উপস্থিত মাথায় পাগড়ি পরে। অবশেষে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে চার হাত এক হল অনিল-কন্যা সোনম কাপুরের।

Advertisement

Advertising
Advertising

[যিশুর মেয়ে সারা শুধু নয়, সৃজিতের ‘উমা’য় থাকছে আরও চমক]

শ্রী হারানোর শোক ভুলে দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে নিয়ে ভাইজির বিয়েতে হাজির বনি কাপুর।

[অগ্নিদেবের হাত ধরে সুচিত্রা ভট্টাচার্যর ‘গহিন হৃদয়’ এবার বড়পর্দায়]

দুই ভাই অর্জুন কাপুর ও হর্ষবর্ধন কাপুর বোনকে নিয়ে এলেন মণ্ডপে। শুরু হল রাজকীয় বিয়ের সফর।

 

নিমন্ত্রিতদের তালিকায় কে নেই! ভরদুপুরেই প্রায় গোটা বলিউড হাজির তারকা পরিবারের এই বিয়ের আসরে। করণ জোহর, রানি মুখোপাধ্যায়, করিনা কাপুর, সইফ আলি খান, অভিষেক ও শ্বেতা বচ্চন। একে একে হাজির সকলেই।

 

বিকেলে মুম্বইয়ের অভিজাত লীলা হোটেলে রয়েছে রিসেপশন। সেখানে আবার নবদম্পতির আনন্দে শামিল হবে তারকারা।

[আমার সঙ্গীদের ‘ভারতের কুকুর’ বলা হয়েছে, অভিযোগ আদনানের]

The post কাপুর পরিবারে সানাইয়ের সুর, সোনম-আনন্দের বিয়েতে শামিল তারকারা appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next