shono
Advertisement

Breaking News

বাড়ি থেকে উদ্ধার চরস-CBD অয়েল, নিখোঁজ দীপিকার ম্যানেজারকে ফের সমন পাঠাল NCB

মঙ্গলবার রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের জামিনের আবেদনের শুনানি।
Posted: 09:02 PM Nov 02, 2020Updated: 09:03 PM Nov 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) ম্যানেজার করিশ্মা প্রকাশকে (Karishma Prakash) সমন পাঠাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত মামলায় মাদকযোগের তদন্তে গত মাসেই জিজ্ঞাসাবাদের জন্য করিশ্মাকে ডেকে পাঠানো হয়েছিল। তারপর থেকেই নিখোঁজ দীপিকার ম্যানেজার।

Advertisement

সুশান্ত (Sushant Singh Rajput) মামলায় তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকেই বলিউডের মাদক যোগ খতিয়ে দেখতে তৎপর NCB। এর আগেই সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল করিশ্মাকে। সেই সময় আবার দীপিকা, শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), সারা আলি খান (Sara Ali Khan) এবং রকুলপ্রীত সিংকে (Rakul Preet Singh) জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শোনা গিয়েছিল, দীপিকা এবং তাঁর ম্যানেজারকে নাকি মুখোমুখি বসিয়ে প্রশ্নোত্তর পর্ব চালিয়েছিলেন NCB আধিকারিকরা। পুজোর পর ফের করিশ্মাকে জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে ডেকে পাঠানো হয়। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাননি আধিকারিকরা। তখনই করিশ্মার বাড়িতে হানা দিয়েছিলেন NCB আধিকারিকরা। প্রথমে শোনা গিয়েছিল, প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয়েছিল করিশ্মার বাড়ি থেকে। এবার শোনা যাচ্ছে, নিজের বাড়িতে ১.৭ গ্রাম চরস ও বেশ কয়েক বোতল সিবিডি অয়েল (CBD oil) রেখেছিলেন করিশ্মা।

[আরও পড়ুন: বিতর্কিত ভিডিও, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে জেলে পাঠানোর হুমকি কঙ্গনার]

KWAN ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মী ছিলেন করিশ্মা। মুম্বইয়ের এই সংস্থার বিরুদ্ধেও মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। সেই সূত্রেই সংস্থার সিইও মধু মন্টেনাকেও (নীনা গুপ্তর প্রাক্তন জামাই) জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার করিশ্মাকে আবারও সমন পাঠিয়েছে NCB। দীপিকার ম্যানেজারের কোনও হদিশ না মেলায় তাঁর মা মীতাক্ষরা পুরোহিত (Mitakshara Purohit) এবং অফিস KWAN ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে নোটিসের দু’টি কপি পাঠানো হয়েছে। শোনা গিয়েছে, নোটিস অনুযায়ী, বুধবারের মধ্যে মুম্বইয়ের NCB অফিসে করিশ্মাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) ভাই সৌভিকের জামিনের আবেদনের শুনানি রয়েছে বম্বে হাই কোর্টে (Bombay High Court)। এর আগে দু’বার সৌভিকের আবেদনের শুনানি পিছিয়ে দিয়ে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুশান্ত মামলায় মাদকযোগের তদন্তে এখনও পর্যন্ত ১৮ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: করোনা নয়, এই বিশেষ কারণে দিওয়ালির উৎসব থেকে নিজেকে দূরে রাখবেন অমিতাভ বচ্চন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement