shono
Advertisement

Breaking News

Nusrat Jahan

নুসরতের কোলে ওরাংওটাং! 'দুজনের ঠোঁট একই রকম', নেটপাড়ায় তুমুল কটাক্ষ

'রবিবার সবার ভালো কাটুক', এই বার্তা দিয়েই ভিডিও পোস্ট করেছিলেন নুসরত।
Posted: 01:33 PM Apr 28, 2024Updated: 05:22 PM Apr 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবুজ জামা পরা ওরাংওটাং। সোজা উঠে পড়েছিল নুসরত জাহানের (Nusrat Jahan) কোলে। আদরে ভরিয়ে দিচ্ছিল নায়িকাকে। ভালোবাসার এই মিষ্টি অত্যাচার বেশ উপভোগ করছিলেন নুসরত। ক্যামেরাবন্দি করে রাখেন মুহূর্তগুলো। তাই ভিডিও হিসেবে পোস্ট করেন সোশাল মিডিয়ায়। আর এতেই তুমুল শোরগোল। ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষের পালা শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ছবি: ইনস্টাগ্রাম

"রবিবার সবার ভালো কাটুক... কিছু ভালোবাসা আর চুমু পাঠালাম", ক্যাপশনে এই কথা লিখেই ভিডিওটি শেয়ার করেন নুসরত। কিন্তু নেটিজেনদের মেজাজ ভিন্ন।

[আরও পড়ুন: সলমনের আরও নিরাপত্তা চাই, কঙ্গনাকে বিঁধে মোদির কাছে বিশেষ আবদার রাখি সাওয়ান্তের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'রবিবার সবার ভালো কাটুক', এই বার্তা দিয়েই ওরাংওটাংয়ের সঙ্গে ভিডিও পোস্ট করেছিলেন নুসরত জাহান।
  • এতেই তুমুল শোরগোল। ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষের পালা শুরু হয়ে গিয়েছে।
Advertisement