shono
Advertisement

ব্যর্থতায় দমছেন না প্রযোজকরা! সিনেমা হল খুলতেই ফের মুক্তি পাচ্ছে মোদির বায়োপিক

নিউ নর্মালে প্রথম ছবি হিসেবে প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিটি।
Posted: 04:26 PM Oct 11, 2020Updated: 04:26 PM Oct 11, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার নয় বৃহস্পতিবার সেই দিন। যেদিন লকডাউনের জেরে বন্ধ হওয়ার পর ফের খুলে যাবে সিনেমা হলগুলির দরজা। করোনা (CoronaVirus) সুরক্ষাবিধি মেনেই মিলবে প্রেক্ষাগৃহে প্রবেশের অনুমতি। প্রেক্ষাগৃহের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ দর্শকই থাকবেন এক-একটি শোয়ে। আর নিউ নর্মালে প্রথম ছবি হিসেবে প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narenda Modi) বায়োপিক।

Advertisement

উমঙ্গ কুমার পরিচালিত ‘পিএম নরেন্দ্র মোদি’ (PM Narendra Modi) মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ২৪ মে। প্রথমে ছবিটি তৈরি করার কথা ছিল পরেশ রাওয়ালের। তারই প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল। পরে বিবেক ওবেরয় (Vivek Oberoi) নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করেন। ছবিটির অন্যতম প্রযোজক সন্দীপ সিং (Sandip Ssingh)। সুশান্ত কাণ্ডে (Sushant Case) কিছুদিন আগেই যাঁর নাম জড়িয়েছিল। ১৪ কোটি ৭০ লক্ষ টাকা বাজেটে তৈরি বায়োগ্রাফিক্যাল ড্রামা গত বছর বক্স অফিস থেকে মাত্র ৮ কোটি টাকা আয় করেছিল। চলতি বছরে ফের তা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। তাও আবার করোনা (COVID-19) সংকটের আবহে।

 

[আরও পড়ুন: ‘মাফিয়া গ্যাং আমাকে মেরে ফেলবে’, অনুরাগ কাণ্ডে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইট পায়েল ঘোষের]

‘আনলক ৫’-এ (Unlock 5) সিনেমা হল খোলার পর বাংলাতেই মুক্তির তালিকায় রয়েছে একাধিক ছবি। মিমি-অনির্বাণ অভিনীত ‘ড্রাকুলা স্যার’ (Darcula Sir), কোয়েল মল্লিক অভিনীত ‘রক্ত রহস্য’ (Rawkto Rawhoshyo), অঞ্জন দত্ত পরিচালিত ‘সাহেবের কাটলেট’ (Saheber Cutlet), স্বস্তিকা-অর্পিতা-দেবযানী অভিনীত ‘গুলদস্তা’ (Guldasta)। সিনেমা হলে ফের মুক্তি পাবে ঋতাভরী-সোহম জুটি অভিনীত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’(Brahma Janen Gopon Kommoti)। তার আগেই ১৫ অক্টোবর মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদি’র জীবন কাহিনি।         

[আরও পড়ুন: OMG! জেল থেকে বেরিয়েই সলমন সঞ্চালিত ‘বিগ বস ১৪’র প্রতিযোগী হবেন রিয়া চক্রবর্তী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement