shono
Advertisement

Breaking News

গায়ে হলুদে খোশমেজাজে রণবীর, দেখুন সেই ভাইরাল ছবি

দীপিকার মঙ্গলসূত্রের দাম জানলে চোখ কপালে উঠবে! The post গায়ে হলুদে খোশমেজাজে রণবীর, দেখুন সেই ভাইরাল ছবি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:27 PM Nov 05, 2018Updated: 06:27 PM Nov 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনের মন বাঁধা পড়ে গিয়েছে ছ’বছর আগেই৷ এবার পালা চার হাত এক হওয়ার৷ আর হাতে মাত্র কয়েকদিন বাকি৷ আগামী ১৪ এবং ১৫ নভেম্বর ইটালির লেক কোমোয় বসছে বিয়ের আসর৷ শুরু হয়ে গিয়েছে রণবীর ও দীপিকার বিয়ের কাউন্টডাউন৷

Advertisement

[বিয়ের তোড়জোড় শুরু দীপিকার, এ ছবি দেখলেই বুঝবেন]

দিনকয়েক আগে তাঁর স্টাইলিশ শালীনা নাথানি ইনস্টাগ্রামে দীপিকার একটি ছবি পোস্ট করেন৷ ওই ছবি দেখেই বোঝা যায়, দীপিকার গায়ে লেগেছে বিয়ের জল৷ কমলা রঙের সালোয়ার স্যুটে দেখা গিয়েছিল তাঁকে৷ এবার পালা রণবীরের৷ বিয়ের প্রস্তুতি তুঙ্গে তাঁর বান্দ্রার বাড়িতেও৷ ইতিমধ্যেই গায়ে হলুদের অনুষ্ঠান সেরে ফেলেছেন রণবীর৷

[‘ওর বিয়ে তো আমার কী?’ প্রিয়াঙ্কাকে নিয়ে এমনটাই বললেন শাহরুখ]

এই অনুষ্ঠানে বেশ খোশমেজাজে ধরা দিলেন তিনি৷ বান্দ্রাতেই গায়ে হলুদের আয়োজন করেছিলেন৷ সাদা শেরওয়ানিতে দারুণ মানিয়েছিল রণবীরকে৷ ব্যালকনিতে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে দীপিকার হবু বরকে৷ বলিউডের কেউই গায়ের হলুদের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন না৷ কিন্তু তাতে কী, এই অনুষ্ঠানের কথা লুকিয়ে রাখা গেল না৷ নানা মেজাজে দীপিকার হবু বরকে লেন্সবন্দি করলেন পাপারাজ্জিরা৷

[আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর-আলিয়া!]

হবু বর যখন গায়ে হলুদের অনুষ্ঠানে মাতোয়ারা, তখন গয়না কেনাকাটিতে ব্যস্ত দীপিকা৷ গয়নাগাটি পরতে বেশ পছন্দ করেন দীপিকা৷ শোনা যাচ্ছে, প্রায় কোটি টাকার গয়না কিনেছেন তিনি৷ মঙ্গলসূত্রও নাকি কিনেছেন দীপিকা৷ যাঁর দাম ২০লক্ষ টাকা৷ শুধু নিজের জন্য নয়, হবু বরের জন্য একটি সোনার চেন কিনেছেন দীপিকা৷ এখানেই শেষ নয়, আরও চমক রয়েছে দীপিকা-রণবীরের বিয়েতে৷ কোঙ্কনি ও সিন্ধি দু’ধরনের রীতিকেই বিয়ে হবে তাঁদের৷ দুটি আলাদা রিসেপশনেরও আয়োজন করা হচ্ছে৷ বেঙ্গালুরুতে দীপিকার বন্ধুবান্ধবদের নিয়ে একটি পার্টির আয়োজন করা হবে৷ মুম্বইতে রিসেপশনের বন্দোবস্ত করেছেন রণবীর৷ ওই পার্টিতে রণবীরের পরিবারের লোকজন এবং বি-টাউনের অন্যান্য তারকারাও উপস্থিত থাকবেন বলেই গুঞ্জন৷

The post গায়ে হলুদে খোশমেজাজে রণবীর, দেখুন সেই ভাইরাল ছবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement