সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং আগেই শেষ হয়েছিল। অন্তিম পর্বও সম্প্রচারিত হয়ে গেল। শেষ হল ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ (Mahapeeth Tarapeeth)। আর আর বামাক্ষ্যাপা হিসেবে দেখা যাবে না সবসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)। লিখতে ভালবাসেন অভিনেতা। তাই লেখার মাধ্যমেই নিজের আবেগ প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়।
নিজের ফেসবুক প্রোফাইলে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিক এবং বাস্তব জীবনের দু’টি ছবি শেয়ার করেন সব্যসাচী। এরপরই জানান, ২০১৫ সাল থেকে নিয়মিত স্টুডিওপাড়ায় তাঁর যাতায়াত। টালিগঞ্জ মোড়ের মাথায় কত যে ধারাবাহিকের হোর্ডিং পালটাতে দেখেছেন তা গুনে বলা অসম্ভব। সময়ের সঙ্গে সঙ্গে পরিচয় পালটায়, পুরোনো পোস্টারের বদলে সাঁটা হয় নতুন পোস্টার। নারকেল ফাটিয়ে, ক্যামেরা পুজো করে কাজ তো শুরু হয় কিন্তু তা একদিন শেষ হয়ে যায়। আর মানুষ ভুলে যান। “এটাই বাস্তব, এটাই জীবন”, লেখেন সব্যসাচী।
[আরও পড়ুন: স্টেজে নাচছেন সলমন খান, একটিবার নায়ককে ছুঁয়ে দেখার জন্য কান্নায় ভাসলেন দুবাইয়ের অনুরাগী]
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় ‘মহাপীঠ তারাপীঠ’। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে সম্প্রচারিত হল শেষ এপিসোড। এই প্রসঙ্গে সবস্যাচী লেখেন, “আমার মনের কোণেও একটা হযবরল দেওয়াল আছে, নিয়মিত পোস্টার চিপকাই, হোর্ডিং টাঙ্গাই। সিনেমা, ছবি, গান, গল্প, চরিত্র। যেটা যখন পছন্দ। কিছুদিন জ্বলজ্বল করে, সময়ের সাথে পুরোনো একঘেয়ে হয়ে গেলেই, টান মেরে ছিঁড়ে দিই। তবে এই ছবিটা থাকবে, চিরকাল থাকবে।”
অন্তিম পর্ব দেখে অনেকেই সব্যসাচীকে মেসেজ করেছেন। তাতে বেশ অবাক হয়েছেন অভিনেতা। রাত এগারোটায় এত দর্শক যে ধারাবাহিকটি দেখবেন, সে আশা তিনি করেননি। “শেষ দিনে অকপটে স্বীকার করতেই পারি, ‘মহাপীঠ তারাপীঠ’ ছিল আমাদের পরিচালক শুভেন্দু এবং সৃজন পরিচালক নৈঋতার মানসপুত্র। তিন বছর ধরে ওরাই সিরিয়ালটিকে সযত্নে লালন করেছে। ধন্যবাদটুকু ওদেরই প্রাপ্য। আমি বরাবরের মতই, নিমিত্ত মাত্র”, মন্তব্য অভিনেতার।