shono
Advertisement

প্রেম জমে ক্ষীর? সারার সঙ্গে হোটেলে একান্তে সময় কাটালেন শুভমন গিল, ভিডিও ভাইরাল

এর আগে ভাইরাল হয়েছিল শুভমন ও সারার ডিনার ডেটের ভিডিও।
Posted: 12:13 PM Oct 15, 2022Updated: 01:46 PM Oct 15, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভাইরাল হল শুভমন গিল ও সারা আলি খানের ভিডিও। তবে এবার ডিনার ডেট নয়, বরং হোটেল থেকে তাঁদের বের হওয়ার ভিডিও ভাইরাল হল। শুধু তাই নয়, এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সারা ও শুভমনের একসঙ্গে বিমান সফরের ভিডিও!

Advertisement

ব্যাপারটা খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শুভমন ও সারার দুটি ভিডিও। একটিতে দেখা গিয়েছে বিমানে পাশাপাশি বসে শুভমন ও সারা। অন্য আরেকটিতে দেখা গিয়েছে, একই হোটেল থেকে লাগেজ নিয়ে বের হচ্ছেন দু’জনে।

এই ভিডিও দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার করে নেয়। সারা আর শুভমন যে একান্তে সময় কাটিয়েছেন তা বুঝতে দেরি হল না কারও। তবে এই সম্পর্ক নিয়ে কিন্তু একেবারেই মুখে কুলুপ এঁটেছেন সারা ও শুভমন।

[আরও পড়ুন: প্রয়াত হ্যারি পটার-খ্যাত অভিনেতা রবি কোলট্র্যান, দর্শক হারাল প্রিয় শিক্ষক ‘হ্যাগরিড’কে]

এর আগে ভাইরাল হয়েছিল শুভমন ও সারার ডিনার ডেটের ভিডিও। উদীয়মান ক্রিকেট তারকা শুভমন গিলের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। নৈশভোজের ফাঁকে একান্তে আড্ডা দিতেও দেখা গিয়েছিল এই দুই তারকাকে। ছবি ভাইরাল হতেই শুরু হয়েছিল গুঞ্জন। নিন্দুকদের কথায়, শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে নাকি প্রেম করছেন সারা! আর এই গুঞ্জনে বারুদ ঢেলেছে এই নৈশভোজের স্থান। খবর অনুযায়ী, মুম্বইয়ে নয় বরং দুবাইয়ের রেস্তরাঁয় দেখা গিয়েছে এই জুটিকে।

শচীন তেণ্ডুলকরের মেয়ে সারার সঙ্গে নাম জড়িয়ে বার বার খবরে এসেছেন শুভমন গিল। এমনকী, বহুবারই সোশ্যাল মিডিয়ার হাত ধরে সারা ও শুভমনের বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবিও ভাইরাল হয়েছিল। লোকে ধরেই নিয়েছিলেন শচীনের জামাই হবেন শুভমন। তবে নতুন এই গুঞ্জন বলছে, সারা তেণ্ডুলকরকে ছেড়ে নাকি সারা আলি খানের প্রেমে মজেছেন শুভমন। এই ভাইরাল ছবি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন সারা ও শুভমন দু’ জনেই।

প্রসঙ্গত, সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ এসে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডার প্রতি প্রেম উজাড় করেছিলেন সারা। দ্বিতীয় পর্বের অতিথি হিসেবে ছিলেন সারা আলি খান ও জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। সারার কাছে করণ জানতে চান, সুযোগ পেলে তিনি কাকে ডেট করতে চাইবেন? প্রশ্নের উত্তর দিতে চাইছিলেন না সারা। কিন্তু পরে তিনি জানান, বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ডেটে যেতে চান।

সারার এই ডেট অর্থাৎ প্রেমের প্রস্তাবে সাড়া দিতে খুব বেশি সময় নেননি দক্ষিণী তারকা বিজয়। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি এপিসোডের আগাম ঝলকের স্ক্রিনশট শেয়ার করেন। তাতে লেখেন, “তুমি যেভাবে দেবেরাকোন্ডা বললে আমার খুব মিষ্টি লেগেছে। আমার তরফ থেকে অনেক আদর ও আলিঙ্গন।” নিজের পোস্টে সারার পাশাপাশি জাহ্নবীকেও ট্যাগ করেছেন বিজয়। কিন্তু কথাগুলি তিনি সইফ-কন্যা সারার উদ্দেশেই লিখেছেন বলে মনে করছেন অনুরাগীরা।

[আরও পড়ুন: OMG! জন্মের পরই বদলে গিয়েছিল মা-বাবা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন রানি মুখোপাধ্যায়]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement