সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির মরশুমে গোটা মুম্বই যখন আলোর রোশানাইয়ে মুড়ে, তখন বুধবার সকাল থেকে বলিপাড়ার ফের শোরগোল! নতুন করে সলমন খানকে (Salman Khan) খুনের হুমকি দেওয়া নিয়ে তোলপাড়। আবারও মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের কাছে হুমকি বার্তা। একপ্রকার বলিউডের খান পরিবারে আতঙ্কের ছায়া। কে বা কারা এর নেপথ্যে? তদন্তে নেমেছিল পুলিশ। এর মধ্যেই নয়ডার এক ট্যাটুশিল্পী পুলিশের জালে।
কৃষ্ণসার হরিণ শিকারের পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। চলতি বছর থেকে সেই উপদ্রব আরও বেড়েছে বই কমেনি! মাসখানেক আগে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো। বিদেশে সলমনের বন্ধ-গায়কের বাড়িতে হামলা, তার পর দশেরার দিন সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন! একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাং। সেই আবহকে কাজে লাগিয়েই সুযোগ বুঝে সলমন খানের কাছ থেকে টাকা হাতানোর ছক কষে গুরফান খান নামে নয়ডার বছর কুড়ির এক ট্যাটুশিল্পী। গত শুক্রবার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও খুনের হুমকি দেয় ধৃত।
হুমকি বার্তায় সাফ বলা হয়েছিল, সলমন কান এবং তাঁর বন্ধু জিশান সিদ্দিকির উপর মৃত্যুর খাঁড়া ঝুলছে। ওঁদের খুন করার জন্য বড় ষড়যন্ত্র করা হচ্ছে। এবং সে সবটাই জানে। এমন ফোনের পরই মুম্বই পুলিশ পোন নম্বর ট্র্যাক কগরা শুরু করে। শেষমেশ নয়ডা থেকে গ্রেপ্তার করা হয় ওই ট্যাটুশিল্পীকে। পুলিশি জেরার মুখে ধৃত জানিয়েছে, হুমকি বার্তা দিয়ে আদতে টাকা হাতানোর পরিকল্পনা ছিল তার। শুধু তাই নয়, ভাইজান ২ কোটি টাকা দিলেই ষড়যন্ত্রের কথা ফাঁস করবে বলেও জানায় ওই ব্যক্তি। গুরফান ভেবেছিল, আতঙ্কিত হয়ে হয়তো টাকা দিয়ে দেবেন সলমন খান। কিন্তু তার এহেন ছকে জল ঢালে মুম্বই পুলিশ। আপাতত ওই ট্যাটুশিল্পী শ্রীঘরে।