shono
Advertisement

বাতিল পোশাকেই হয়ে উঠুন মোহময়ী, পথ দেখালেন ফ্যাশন ডিজাইনার রেট

ভারত-বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থা তাঁর কাছ থেকে পোশাক কেনেন৷ The post বাতিল পোশাকেই হয়ে উঠুন মোহময়ী, পথ দেখালেন ফ্যাশন ডিজাইনার রেট appeared first on Sangbad Pratidin.
Posted: 07:13 PM Aug 17, 2019Updated: 07:13 PM Aug 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় ড্রেসটা ছোট হয়ে গিয়েছে? বা ছিঁড়ে যাওয়ায় পোশাকটি বাতিল করে দিতে কষ্ট হচ্ছে? সেটাই স্বাভাবিক৷ কিন্তু জানেন কি, বাতিল পোশাককেও ঠিকমতো ব্যবহার করতে পারলে আপনি হয়ে উঠতে পারেন মোহময়ী? সেই পথই দেখালেন এস্টোনিয়ার ফ্যাশন ডিজাইনার রেট আউস৷ ভারত এবং বাংলাদেশ থেকে বাতিল পোশাক সংগ্রহ করে আবার তাকে নতুন রূপ দেওয়াই কাজ রেটের৷ অর্থ উপার্জনের পাশাপাশি এভাবে স্বচ্ছতা অভিযানে ব্রতী এই ফ্যাশন ডিজাইনার৷

Advertisement

[আরও পড়ুন: পুজোয় হয়ে উঠুন সেলিব্রিটি, সুন্দর কটিদেশে শোভা পাক ট্রেন্ডিং ‘ফ্যানি প্যাক’]

ভারত এবং বাংলাদেশে পোশাক শিল্পে প্রায় প্রতিদিনই প্রচুর পরিমাণ কাপড় বাতিল করা হয়৷ শিল্পাঞ্চলগুলিতে ঘুরলে দেখা যায়, ওই উদ্বৃত্ত কাপড় পুড়িয়ে নষ্ট করা হচ্ছে৷ তার ফলে পরিবেশের ষোল আনা ক্ষতি আটকানো যাচ্ছে না৷ 

এই সমস্যা ভাবিয়ে তোলে ইউরোপের এস্টোনিয়ার ফ্যাশন ডিজাইনার রেট আউসকে৷ তাই বাতিল ওই কাপড় নিয়ে নতুন ধরনের ফ্যাশন ট্রেন্ড তৈরির চেষ্টা করলেন রেট৷ তিন বছর আগে রেট আউস ‘আপমেড’ নামের একটি প্রকল্প নেন৷ ওই প্রকল্পে বহু পোশাক প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে বাতিল কাপড় নিয়ে নেওয়ার অঙ্গীকার করেন রেট৷ অংশগ্রহণকারী কোম্পানিকে একটি বিবৃতি দিতে হবে এবং প্রতি মাসে তাঁকে কারখানা থেকে উদ্বৃত্ত কাপড়ের বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে৷ ফলে তিনি সহজেই পরিকল্পনা করতে পারবেন৷

[আরও পড়ুন: ত্বকের তারুণ্য ধরে রাখতে স্নানের সময় এই ভুলগুলি ভুলেও করবেন না]

রেট আউস বলেন, ‘‘যখন উৎপাদন শুরু করি তখনই আমরা জানতে পারি বর্জ্যের পরিমাণ কী হবে, কোন ধরনের উপাদান পাওয়া যাবে৷ আমরা ব্যবসার হিসাবপত্রও করে ফেলি৷ উদ্বৃত্ত কাপড় দিয়ে আমরা কত পরিমাণ ব্লাউজ, প্যান্ট বা অন্যান্য পোশাক তৈরি করতে পারব তা ঠিক করে নেওয়া হয়৷’’ টালিনের কাছে একটি পোশাকের দোকানও রয়েছে তাঁর৷ সেখানেই বাতিল কাপড় দিয়ে তৈরি করা পোশাক বিক্রি করেন রেট৷ এছাড়াও ভারত এবং বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থাতেও রেট তাঁর হাতে তৈরি পোশাক বিক্রি করেন৷

The post বাতিল পোশাকেই হয়ে উঠুন মোহময়ী, পথ দেখালেন ফ্যাশন ডিজাইনার রেট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement