সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে গোণা কয়েক দিন পরেই শুরু হচ্ছে ইউরো কাপ (Euro Cup 2021)। ব্লকবাস্টার ফুটবল টুর্নামেন্টের দাবিদারদের শক্তি কী? এক্স ফ্যাক্টর কে? এ সমস্ত কিছুই খুঁজে দেখল ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। আজ পর্তুগাল (Portugal)।
শক্তি:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ক্লিনিকাল ফিনিশার। বয়স বাড়লেও এখনও গতি আছে। আবার সেট পিস পরিস্থিতিতেও দারুণ। জুভেন্তাসের হয়েও গত মরশুমে অনেক গোল করেছেন। দুরন্ত ছন্দে আছেন। দলের আর এক শক্তি ব্রুনো ফার্নান্ডেজ। মিডফিল্ড মার্শাল। স্বপ্নের ফর্মে আছেন। গোল করতে পারেন। গোল করাতেও পারেন।
[আরও পড়ুন: ইউরো কাপ: এমবাপে-বেঞ্জিমা জুটিই ভরসা ফ্রান্সের, দেখুন কেমন হল ফরাসিদের দল?]
দুর্বলতা:
রোনাল্ডোর উপর অতিরিক্ত বেশি নির্ভরতা ভুগিয়েছে দলকে। আবার তরুণ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের খারাপ ফর্ম নিয়েও চিন্তা থেকেই যাচ্ছে।
এক্স ফ্যাক্টর:
রুবেন দিয়াজ (Ruben Dias)। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক। ম্যাঞ্চেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের পিছনে অন্যতম সেরা কারিগর। প্রায় প্রতিটা বিশেষজ্ঞের দাবি দিয়াজ একদম কমপ্লিট সেন্টার ব্যাক। কভারিং থেকে মার্কিং, সব কিছুই নিখুঁত ভাবে করতে পারেন।
সেরা তরুণ তারকা:
দিয়েগো জোটা। প্রতিভাবান ফরোয়ার্ড। আদর্শ গোল পোচার। সঠিক সময়ে সঠিক পজিশনে থাকতে পারেন।
পুরো দল:
অ্যান্থোনি লোপেজ (গোলরক্ষক), রুই প্যাট্রিসিও (গোলরক্ষক), রুই সিল্ভা (গোলরক্ষক),নেলসন সেমেডো, জোয়াও ক্যানসেলো, জোসে ফন্টে, পেপে, রুবেন দিয়াজ, নুনো মেন্ডেস, রাফায়েল গুয়েরিরো, ডানিলো পেরেরিয়া, জোয়াও পালিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও মুটিনহো, রেনেটো স্যাঞ্জেজ, সের্জিও অলিভিয়েরা, উইলিয়াম কারভালহো, পেড্রো গোনজালভেস, আন্দ্রে সিলভা, বার্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দিয়েগো জটা, গোলসালো গেয়েডেস, জোয়াও ফেলিক্স, রাফা সিলভা।
[আরও পড়ুন: ইউরোয় দাগ কাটতে পারবে তারকাখচিত বেলজিয়াম? দেখে নিন টিম প্রোফাইল]
হেডমাস্টার:
ফার্নান্ডো স্যান্টোস। দারুণ ট্যাকটিশিয়ান। দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে ভালবাসেন। সব সময় প্ল্যান বি তৈরি রাখেন।
ফর্মেশন- ৪-৩-৩
সম্ভাব্য প্রথম একাদশ:
রুই প্যাট্রিসিও (গোলরক্ষক), জোয়াও ক্যানসেলো,পেপে, রুবেন দিয়াজ, রাফায়েল গুয়েরিরো,ডানিলো পেরেরিয়া, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও মুটিনহো, বার্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দিয়েগো জটা।
সম্ভাবনা: এবারের ইউরোতে অন্যতম কঠিন গ্রুপে পর্তুগাল। বিপক্ষে রয়েছে জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি। তবে, টুর্নামেন্টের অন্যতম সেরা দল গড়েছেন কোচ ফার্নান্ডো স্যান্টোস। তাছাড়া তাঁরাই গতবারের চ্যাম্পিয়ন। সেদিক থেকে দেখতে গেলে দল আত্মবিশ্বাস নিয়েই শুরু করবে। সব মিলিয়ে পর্তুগাল টুর্নামেন্টের অন্যতম ফেভরিট দল।