shono
Advertisement

Breaking News

Euro Cup 2024

গোলকিপারের সঙ্গে সংঘর্ষে অচেতন হাঙ্গেরির ফুটবলার, ভর্তি হাসপাতালে, কেমন আছেন ভার্গা?

ভার্গার জন্য ম্যাচ শেষে বিশেষ শ্রদ্ধা হাঙ্গেরির ফুটবলারদের।
Published By: Anwesha AdhikaryPosted: 08:48 AM Jun 24, 2024Updated: 04:46 PM Jun 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ান এরিকসন আতঙ্ক ফিরল ইউরোতে। বিপক্ষের সঙ্গে সংঘর্ষে মাঠে চেতনা হারালেন হাঙ্গেরি ফুটবলার বার্নাবাস ভার্গা। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তবে সতীর্থের চোটের আতঙ্ক সামলে নিয়েও স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে হাঙ্গেরি। ম্যাচের পরে ভার্গার জন্য বিশেষ শ্রদ্ধাও জানান হাঙ্গেরির ফুটবলাররা।

Advertisement

রবিবার ইউরোর (Euro Cup 2024) গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। খেলা চলাকালীন গোল করার মতো পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন ভার্গা। সেই সময়েই ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনা। গোল বাঁচাতে লাফিয়ে ওঠেন স্কটিশ (Scotland) গোলকিপার অ্যাঙ্গাস গুন। সেই সময়ে লাফিয়ে গোল করতে চেষ্টা করছিলেন ভার্গাও। শূন্যে লাফিয়ে ওঠার সময়েই সংঘর্ষ হয় দুই ফুটবলারের। ধাক্কা লেগে গুরুতর আহত হন ভার্গা। মাঠের মধ্যেই জ্ঞান হারান তিনি।

[আরও পড়ুন: বাটলারের ব্যাটে তছনছ আমেরিকা, ১০ উইকেটে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড

সঙ্গে সঙ্গে স্ট্রেচারে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভার্গাকে। সতীর্থের এমন অবস্থা দেখে মাঠেই কান্নায় ভেঙে পড়েন হাঙ্গেরির (Hungary) বেশ কয়েকজন ফুটবলার। তবে হাঙ্গেরির ম্যানেজার মার্কো রোসি জানিয়েছেন, ভার্গার জ্ঞান ফিরেছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। জ্ঞান ফিরে এসেছে। তবে তাঁর ইউরো শেষ। মুখে সার্জারি করতে হবে‌। স্টুগার্টের হাসপাতালে ভর্তি রয়েছেন তারকা ফুটবলার।

ভার্গার দুর্ঘটনার পরে অবশ্য ঘুরে দাঁড়ায় হাঙ্গেরি। নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। কিন্তু অতিরিক্ত সময়ে এসে ম্যাচের একমাত্র গোলটি করেন কেভিন কবোথ। ওই গোলেই হাঙ্গেরির জয় নিশ্চিত হয়। প্রি-কোয়ার্টারে খেলার দৌড়ে এখনও টিকে রয়েছে হাঙ্গেরি। ম্যাচের শেষে সতীর্থ ভার্গাকে বিশেষ শ্রদ্ধা জানান দলের প্রত্যেক সদস্য। ভার্গার জার্সি হাতে নিয়ে জয়ের সেলিব্রেশনে মেতে ওঠেন সকলে।

[আরও পড়ুন: আফগানিস্তানের কাছে ভূপতিত বিশ্বজয়ী অস্ট্রেলিয়া, অজিদের হারিয়ে বিরল নজির নবির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোল বাঁচাতে লাফিয়ে ওঠেন স্কটিশ গোলকিপার অ্যাঙ্গাস গুন। সেই সময়ে লাফিয়ে গোল করতে চেষ্টা করছিলেন ভার্গাও।
  • ভার্গার জ্ঞান ফিরেছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। জ্ঞান ফিরে এসেছে।
  • অতিরিক্ত সময়ে এসে ম্যাচের একমাত্র গোলটি করেন কেভিন কবোথ। ওই গোলেই হাঙ্গেরির জয় নিশ্চিত হয়।
Advertisement