shono
Advertisement

চূড়ান্ত নাটকীয়তার অবসান, পাঁচিল টপকে ঢুকে চিদম্বরমকে গ্রেপ্তার করল সিবিআই

কংগ্রেস কর্মীদের সঙ্গে দিল্লি পুলিশের ধস্তাধস্তি৷ The post চূড়ান্ত নাটকীয়তার অবসান, পাঁচিল টপকে ঢুকে চিদম্বরমকে গ্রেপ্তার করল সিবিআই appeared first on Sangbad Pratidin.
Posted: 09:37 PM Aug 21, 2019Updated: 10:59 PM Aug 21, 2019

সোমনাথ রায়: চূড়ান্ত নাটকীয়তার পর অবশেষে গ্রেপ্তার চিদম্বরম৷ বেপাত্তার ২৭ ঘণ্টা পর বুধবার সন্ধেয় সাংবাদিক বৈঠক করে দোষ অস্বীকার করেন তিনি৷ কংগ্রেসের সদর দপ্তর থেকে সোজা চলে যান জোড়বাগের বাড়িতে৷ এরপরই পাঁচিল টপকে তাঁর বাড়িতে ঢুকে পড়ে সিবিআই৷  সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে৷ বৃহস্পতিবার সিবিআই আদালতে তোলা হবে তাঁকে৷

Advertisement

[আরও পড়ুন: ২৭ ঘণ্টা পর হদিশ মিলল চিদম্বরমের, আইএনএক্স মামলায় অভিযোগ অস্বীকার]

মঙ্গলবার সন্ধে থেকেই কার্যত উধাও গিয়েছিলেন চিদম্বরম। প্রায় ২৭ ঘণ্টা পর বুধবার সন্ধেয় নাটকীয় আত্মপ্রকাশ৷ কংগ্রেস সদর দপ্তরে পৌঁছন তিনি৷ তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এরপর দিব্যি হাসিমুখে জোড়বাগে নিজের বাড়িতে চলে যান চিদম্বরম৷ প্রায় সঙ্গে সঙ্গেই সিবিআই আধিকারিকরা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছন৷ তবে মূল ফটক বন্ধ থাকায় ঢুকতে পারেননি তাঁরা৷ তাই বাধ্য হয়ে ২০-২৫জন সিবিআই আধিকারিক পাঁচিল টপকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়িতে ঢোকেন৷ 

সিবিআইয়ের পিছু পিছু ইডি আধিকারিকরাও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়িতে পৌঁছন৷ পিছনের দরজা দিয়ে চিদম্বরমের বাড়িতে ঢোকেন আধিকারিকরা৷ ততক্ষণে অবশ্য বাড়ির সামনে ভিড় জমিয়েছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা৷ এদিকে, বাড়ি ঘিরে ফেলে দিল্লি পুলিশ৷ বিক্ষোভ হঠানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা৷ দিল্লি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা৷ তবে মুহূর্তের মধ্যে ভিড় প্রায় হঠিয়ে দিয়ে চিদম্বরমের বাড়ির ভিতরেও ঢুকে পড়েন পুলিশকর্মীরা৷ সঙ্গে ঢোকে একটি গাড়ি৷ 

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সেনার কাঠামোয় বড় রদবদল, নজরদারিতে তৈরি হবে নয়া সেল]

এরপরই চূড়ান্ত নাটকীয়তার অবসান৷ সিবিআই আধিকারিকরা হাতেনাতে গ্রেপ্তার করেন পি চিদম্বরমকে৷ তাঁকে আপাতত সিবিআই হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে৷ কংগ্রেস কর্মীরা যাতে কোনওভাবেই  সেখানেও অশান্তি করতে না পারে তাই বাড়ানো হয়েছে নিরাপত্তা৷ সূত্রের খবর, সিবিআই দপ্তরের ১০তলাতেই আপাতত জিজ্ঞাসাবাদ করা হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে৷ বৃহস্পতিবার সিবিআই আদালতে তোলা হবে তাঁকে৷ রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই পি চিদম্বরকে গ্রেপ্তার করা হয়েছে বলেই দাবি তাঁর ছেলের৷

দেখুন ভিডিও:

The post চূড়ান্ত নাটকীয়তার অবসান, পাঁচিল টপকে ঢুকে চিদম্বরমকে গ্রেপ্তার করল সিবিআই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement