shono
Advertisement

Breaking News

৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে নোট বদল একবারই!

৩০ ডিসেম্বরের মধ্যে নোট বদলানো যাবে একবারই! The post ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে নোট বদল একবারই! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:09 PM Nov 19, 2016Updated: 04:52 PM Nov 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই ব্যক্তি একাধিক পরিচয়পত্র ব্যবহার করে বারবার ব্যাঙ্কে গিয়ে পুরনো নোট বদলে ফেলছেন৷ দৌড়ে পিছিয়ে নেই নোট বদলানোর দালালরাও৷ আঙুলে কালি লাগানোর পর কালো টাকার কারবারিদের ঠেকাতে টাকা এক্সচেঞ্জে টানা হল লাগাম। একই ব্যক্তি বারবার নোট বদলানোয় যাঁদের সত্যিকারের নগদের দরকার, তাঁরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠছে৷ এরকমই একগুচ্ছ অভিযোগ পেয়ে এবার কড়া পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক৷ আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত একবারই ব্যাঙ্কে গিয়ে বদলানো যাবে পুরনো নোট, এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ শুক্রবার থেকেই লাগু হয়েছে নয়া নিয়ম৷

Advertisement

আরবিআইয়ের ঘোষণা, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত একজন ব্যক্তি একবারই ব্যাঙ্কে গিয়ে পুরনো নোট বদলে নতুন নোটে ২০০০ টাকা হাতে পাবেন৷ আরবিআইয়ের এই নির্দেশিকা দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক ও কো-অপারেটিভ ব্যাঙ্কে পাঠানো হয়ে গিয়েছে বলেও সূত্রের খবর৷ যদিও টাকা জমা দেওয়ার উপরে এখনই কোনও নতুন নিয়ম লাগু হচ্ছে না৷ এটিএম থেকেও নিয়মমাফিক টাকা মিলবে৷ গতকাল থেকে পেট্রোল পাম্প ও আজ থেকে বড় বড় দোকান ও শপিং মলেও কার্ড সোয়াইপ করে প্রতিদিন ২ হাজার করে মিলছে৷ আপাতত কোপ পড়তে চলেছে শুধু নোট বদলের উপরে৷

(পেট্রোল পাম্পের পর এখন দোকান, শপিং মল থেকেও মিলবে টাকা)

অন্যদিকে, আজ থেকেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার পর যাঁরা ব্যাঙ্কে মোটা অঙ্কের টাকা জমা দিয়েছেন তাঁদের নোটিস পাঠাতে শুরু করল আয়কর দফতর৷ ইতিমধ্যেই শিলিগুড়ির আয়কর দফতর ১২-১৪ নভেম্বরের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ সিকিমে মোটা অঙ্কের টাকা জমা দেওয়ায় এক গ্রাহককে নোটিস পাঠিয়েছে৷ ওই গ্রাহকের জমা দেওয়া অর্থের আয়ের উৎসের পাশাপাশি আরও কিছু কাগজপত্র চেয়ে ২৫ নভেম্বর তাঁকে আয়কর দফতরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন ডেপুটি ডিরেক্টর নরবু ভুটিয়া৷ প্রয়োজনীয় নথি ও প্রমাণ দেখাতে না পারলে ওই গ্রাহককে গ্রেফতার করা হতে পারে বলে জানা গিয়েছে৷

এদিকে, চাহিদা অনুযায়ী টাকার জোগান কত তা সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার আরবিআই কলকাতা শাখার সামনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরবিআইয়ের কর্মীদের সঙ্গেও দেখা করার পর তিনি প্রশ্ন তোলেন, “কেন এখনও পর্যন্ত বাংলায় ৫০০ টাকার নোট পাঠালো না কেন্দ্র? তাহলে কি এখানেও বঞ্চনার শিকার বাংলা?” ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আরও বলেন, “এখনও পর্যন্ত বাংলায় চারজন আত্মহত্যা করেছে৷ কোথাও ১০০-৫০০ টাকার জোগান নেই৷ মানুষ খাবে কী? কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্ত একতরফাভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ সোমবার ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হচ্ছে৷ তারপরই আন্দোলন কোন পথে যাবে তা ঠিক করব৷”

(আজ ব্যাঙ্কে শুধু নিজস্ব গ্রাহক ও প্রবীণ নাগরিকদের নোট বদল)

The post ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে নোট বদল একবারই! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement