shono
Advertisement

অনলাইন ক্লাসে রোজ কি হেডফোন ব্যবহার করছে সন্তান? সাবধান, অজান্তেই ঘনাচ্ছে বিপদ

সাম্প্রতিক সমীক্ষা বলছে, অতিরিক্ত হেডফোন ব্যবহার ডেকে আনছে একাধিক জটিল সমস্যা।
Posted: 02:10 PM Nov 20, 2020Updated: 02:12 PM Nov 20, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) থাবায় তো কবে থেকেই স্কুল, কলেজ, অফিস যাওয়ার পাট চুকেছে। সব কাজই হচ্ছে বাড়ি থেকে। স্কুলের পড়াশোনাই বলুন কিংবা চাকরি, করোনা কালে যে শব্দটি অনেক বেশি ব্যবহৃত হয়েছে, তা হল – ওয়ার্ক ফ্রম হোম (WFH)। আর এই কাজের জন্য হেডফোন (Headphone) ব্যবহার প্রায় অনিবার্য হয়ে উঠেছে। বিশেষত অনলাইন ক্লাসে শিক্ষকের পড়ানো বুঝতে পড়ুয়াদের তো হেডফোন লাগছেই। কিন্তু জানেন কি, দিনের বেশিরভাগ সময়ে হেডফোন ব্যবহার অজান্তেই বিপদ ডেকে আনছে? বিশেষত শিশু ও কিশোরদের। কানের নানা রোগে ভুগছে তারা, অনেকের শ্রবণে সমস্যা হচ্ছে। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। 

Advertisement

গত সাত, আট মাস ধরে দৈনন্দিন জীবনে অনেক বদল এসেছে। বাইরে বেরনো বন্ধ। ঘরে বসেই যতটুকু পড়াশোনা কিংবা কাজ। কিশোর কিংবা সদ্য তরুণ প্রজন্মের নাগরিকদের মধ্যে ইদানিং হেডফোনের ব্যবহার বেড়েছে এবং তা অনেকটা কাজের স্বার্থেই। বাড়িতে বসে অফিসের ভিডিও কনফারেন্সে যোগ দেওয়া বলুন, কিংবা ইন্টারভিউ অথবা ছোটদের অনলাইন ক্লাসে পড়া বা পড়ানো – সবেতেই হেডফোনের ব্যবহার সুবিধাজনক।

[আরও পড়ুন: যোগব্যায়ামই রুখতে পারে ক্যানসার, ট্রায়াল টাটা মেডিক্যালে]

তবে নির্দিষ্ট সময় পরপর হেডফোনকে দূরে সরিয়ে না দিলে সমূহ বিপদ। চিকিৎসকরা বলছেন, আগে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের শ্রবণক্ষমতা কমে যেত। কিন্তু সাম্প্রতিক সমীক্ষা বলছে, অনেক কম বয়স থেকেই কানের একাধিক সমস্যার মুখে পড়ছে মানুষজন, যার অন্যতম কারণ এই হেডফোন ব্যবহার। মুম্বইয়ের জে জে হাসপাতালের ENT বিভাগের অধিকর্তা ডাক্তার শ্রীনিবাস চৌহান বলছেন, ”আমরা খতিয়ে দেখেছি, এই সব সমস্যাই অতিমাত্রায় হেডফোন ব্যবহারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কারণ, অনেকেই দিনের মধ্যে ৮ ঘণ্টারও বেশি সময় হেডফোন কানে নিয়ে কাজ করেন।”

শুধু কি শব্দের তীব্রতার কারণে শ্রবণে সমস্যা? মোটেই নয়। হেডফোন ব্যবহারের হাত ধরে আরও নানাবিধ সমস্যার মুখে পড়তে পারি আমি, আপনি। বলা হচ্ছে, হেডফোন ব্যবহারের পর পরিষ্কার না করে বারবার যদি তা কানে লাগিয়ে কাজ করেন, তাহলে সংক্রমণ ছড়াতে পারে। তাই প্রতিবার ব্যবহারের পর হেডফোনও স্যানিটাইজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া ভালভাবে কানও পরিষ্কার করতে হবে নিয়মিত। নাহলে দিনশেষে কানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠতে পারেন। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে এসব যত্ন নিতেই হবে অভিভাবকদের।

[আরও পড়ুন: মারণ ভাইরাসকে হারিয়েও রেহাই নেই, বিরল স্নায়ুর রোগে ভুগছেন মুম্বইয়ের বহু করোনাজয়ী]

ডাক্তার চৌহানের আরও বক্তব্য, মাঝেমধ্যেই কান থেকে হেডফোন খুলে শুদ্ধ বাতাস প্রবেশ করতে দিন। আরেক ENT বিশেষজ্ঞ রাহুল কুলকার্নির মতে, বাচ্চাদের একেবারেই হেডফোন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। অনলাইন ক্লাসে ডেস্কটপ কিংবা ল্যাপটপের স্পিকারের শব্দই যথেষ্ট। সুতরাং, বোঝাই যাচ্ছে, সামান্য হেডফোনের অতিরিক্ত ব্যবহার কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। শিশুদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন তো আশু কর্তব্য, অভিভাবকরা নিজেরাও সাবধান হোন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement