shono
Advertisement

খাস কলকাতায় পুলিশ সেজে প্রতারণা, আলিপুরে গ্রেপ্তার ১ ব্যক্তি

উদ্ধার কলকাতা পুলিশের উর্দি, নকল পরিচয়পত্র। The post খাস কলকাতায় পুলিশ সেজে প্রতারণা, আলিপুরে গ্রেপ্তার ১ ব্যক্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:35 PM Mar 06, 2018Updated: 11:57 AM Sep 14, 2019

অর্ণব আইচ: খাস কলকাতায় পুলিশ সেজে প্রতারণার কারবার চালাচ্ছিল এক যুবক। অভিযোগ, নিজেকে কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলত ওই ব্যক্তি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের কাছ থেকে কলকাতা পুলিশের উর্দি, পিস্তল রাখার চামড়ার ব্যাগ ও পুলিশের একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, সবকটিই ভুয়ো। এমনকী, ধৃত ব্যক্তি একটি গাড়িও ব্যবহার করত। গাড়িতে কলকাতা পুলিশ ও ভারতের সরকার লেখা স্টিকার লাগানো ছিল।

Advertisement

[শিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকা, পুলিশ ভেরিফিকেশন ছাড়া স্কুলে চাকরি নয়]

ধৃত ব্যক্তির নাম সুপ্রিয় ঘোষ। বয়স চল্লিশের কোঠায়। মূলত আলিপুর এলাকায় পুলিশ পরিচয়ে প্রতারণার কারবার চালাত সে। অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের কাছে নিজেকে কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর বলে পরিচয় দিত সুপ্রিয়। পুলিশে্র দাবি, স্থানীয় বাসিন্দাদের কাছে নিজেকে পুলিশ হিসেবে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য একটি গাড়িও ব্যবহার করত ওই যুবক। গাড়িতে কলকাতা পুলিশ ও ভারত সরকারের স্টিকার লাগানো থাকত। অভিযুক্তের কাছে ছিল কলকাতা পুলিশের নকল উর্দি, পরিচয়পত্র ও পিস্তল রাখার চামড়ার ব্যাগ। এভাবেই পুলিশ সেজে দিনের পর দিন স্থানীয় বাসিন্দাদের নানাভাবে প্রতারণা করত সুপ্রিয়। এমনকী, টাকাও তুলত সে। বিষয়টি বুঝতে পেরে নিউ আলিপুর থানার পুলিশের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা। লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার অভিযুক্ত সুপ্রিয় ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ পুলিশের নকল পরিচয়পত্র, উর্দি ও পিস্তল রাখার চামড়ার ব্যাগও উদ্ধার করেছেন তদন্তকারীরা। যে গাড়িতে ভারত সরকার ও কলকাতা পুলিশের স্টিকার লাগানো যে গাড়িটি ব্যবহার করত অভিযুক্ত, সেই গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

[এটিএম জালিয়াতি হলে কয়েক ঘণ্টার মধ্যে ফেরত পেতে পারেন টাকা!]

The post খাস কলকাতায় পুলিশ সেজে প্রতারণা, আলিপুরে গ্রেপ্তার ১ ব্যক্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement