shono
Advertisement

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন নেই ডক্টর সূর্যকান্ত মিশ্রর!

ভুয়া ডাক্তার নিয়ে শুরু হওয়া বিতর্কের মধ্যেই প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে জল্পনা চিকিৎসক মহলে৷ The post রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন নেই ডক্টর সূর্যকান্ত মিশ্রর! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:42 AM Jun 10, 2017Updated: 08:18 AM Jun 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ডক্টর সূর্যকান্ত মিশ্রের নামে কোনও রেজিস্ট্রেশন নেই৷ ভুয়া ডাক্তার নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক৷ আর তার মধ্যেই এই তথ্য সামনে এনে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর ‘রেজিস্ট্রেশন’ নিয়ে প্রশ্ন তুলে দিল কাউন্সিল৷

Advertisement

কাউন্সিলের সভাপতি ডা. নির্মল মাজি শুক্রবার জানান, এ রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে ডাক্তার হিসাবে সূর্যকান্তবাবুর নাম নেই৷ অথচ তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন৷ তাঁর রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখা হচ্ছে৷ অন্য রাজ্য বা এমসিআই-তে নাম রয়েছে কি না খোঁজ নেওয়া হচ্ছে৷ প্রয়োজনে কাউন্সিল তলব করবে সিপিএমের রাজ্য সম্পাদককে৷ এখানেই শেষ নয়৷ নির্মল মাজি এদিন একহাত নেন সূর্যকান্তবাবুদের৷ বলেন, “বাম জমানায় ব্যাঙের ছাতার মতো মেডিক্যাল সোসাইটি ও কাউন্সিল গড়ে মোটা টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি দেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে৷ ওই টাকার ভাগ পার্টি ফান্ডেও গিয়েছে৷” তাঁর মন্তব্য, সূর্যকান্ত মিশ্রদের ‘পাপের প্রায়শ্চিত্ত’ করতে হচ্ছে মা-মাটি-মানুষের সরকারকে৷

[এবার পাটুলি থেকে ধৃত আরও এক ভুয়ো ডাক্তার]

শুক্রবার বেসরকারি ক্ষেত্রে চিকিৎসারতদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা নিয়ে মেডিক্যাল কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল৷ আলোচনায় ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশানের সম্পাদক ডক্টর শান্তনু সেন৷ বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ডা. মাজি ও সেন বলেন, বেসরকারি ক্ষেত্রে যে সব চিকিৎসকরা রয়েছেন, তাঁদের পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভূক্ত করা বাধ্যতামূলক করতে স্বাস্থ্য দফতরকে প্রস্তাব দেওয়া হবে৷ তাঁদের বক্তব্য, বেসরকারি ক্ষেত্রে যে সব চিকিৎসক রয়েছেন তাঁরা অন্য রাজ্য থেকে পাস করে এসে এখানে প্র্যাকটিস করছেন৷ এখানে তাঁদের নাম নথিভূক্ত নয়৷ তাঁরা যদি কোনও ভুল করেন বা কোনও অপরাধ করেন তাহলে কাউন্সিল তাঁদের বিরু‌দ্ধে কোনও ব্যবস্থা নিতে পারে না৷ অথচ বেসরকারি চিকিৎসকদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েই চলেছে৷ এ ক্ষেত্রে কাউন্সিলেরও হাত-পা বাঁধা৷ এই পরিস্থিতিতে বদল আনতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিবের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে৷ যেখানে উল্লেখ থাকবে যে, প্রত্যেক চিকিৎসককে বাধ্যতামূলকভাবে কাউন্সিলে নাম নথিভূক্ত করতে হবে৷ এছাড়া সরকারি ক্ষেত্রের মতো বেসরকারি ক্ষেত্রে চিকিৎসারত ডাক্তারদেরও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হবে৷

[চ্যারিটি ম্যাচে মারাদোনার বিরুদ্ধে মাঠে নামবেন সৌরভ]

সিপিএম সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র ওড়িশা থেকে ডাক্তারি পাস করেছিলেন৷ নাম নথিভূক্তি নিয়ে সূর্যবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে তাঁর ঘনিষ্ঠ এক নেতা বলেছেন, সূর্যদা প্র্যাকটিস করেন না৷ ফলে তাঁর ক্ষেত্রে এ প্রশ্ন তোলা অবান্তর৷ অহেতুক রাজনীতি করছেন কাউন্সিলের বর্তমান সদস্যরা৷

The post রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন নেই ডক্টর সূর্যকান্ত মিশ্রর! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার