shono
Advertisement

Breaking News

Hardik Pandya

কোটি টাকার ঘড়ি পরে পাক ম্যাচে হার্দিক! ভাইরাল ছবি, জানেন এর বিশেষত্ব?

ঘড়ি সংগ্রহকারীদের কাছে অন্যতম আকর্ষণ এই ঘড়ি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:53 PM Feb 24, 2025Updated: 04:53 PM Feb 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক ব্যাটিং লাইন আপে প্রথম আঘাতটা তিনিই হেনেছিলেন। তবে হার্দিক পাণ্ডিয়ার বোলিং নয়, চর্চায় উঠে এসেছে তাঁর হাতঘড়ি। উইকেট নেওয়ার পরে পাণ্ডিয়া যখন সেলিব্রেশনে মত্ত, তখন ক্রিকেটপ্রেমীদের চোখ আটকে তারকা অলরাউন্ডারের কবজিতে। বহুমূল্য ঘড়ির দাম নিয়েও চর্চা চলছে নেটিজেনদের মধ্যে।

Advertisement

পাণ্ডিয়ার ঘড়িপ্রীতির কথা নতুন নয়। মাঠের বাইরে হামেশাই নানারকমের দামি ঘড়ি পরতে দেখা যায় তাঁকে। কুংফু পাণ্ডিয়ার ঘড়ির কালেকশন নাকি বেশ ঈর্ষণীয়। মাঠে নেমে খেলার সময়ও মাঝে মাঝে ঘড়ি পরে নামেন তিনি। তবে ভারত-পাক ম্যাচের ঘড়িটি নিয়ে জোর চর্চা নেটদুনিয়ায়। কমলা ব্যান্ডের উপর সাদা-কালোর ডিজাইন করা ঘড়িটির দাম, কোথায় পাওয়া যায়-প্রশ্নের অন্ত নেই নেটদুনিয়ায়।

জানা গিয়েছে, সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি সংস্থা রিচার্ড মিলের তৈরি এই ঘড়িটি। ২০০১ সালে এই ঘড়ি প্রস্তুতকারী সংস্থাটি তৈরি হয়। তবে খুব কম সময়ের মধ্যেই বিখ্যাত হয়ে উঠেছে। সেই কোম্পানিরই RM27-02 CA FQ টুরবিলিয়ন ঘড়িটি পরেছিলেন হার্দিক। তবে এটি কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদালের জন্য বানানো হয়েছিল। লিমিটেড এডিশনের এই ঘড়ি বিশ্বজুড়ে মাত্র ৫০টি রয়েছে।

ঘড়ি সংগ্রহকারীদের কাছে অন্যতম আকর্ষণ এই ঘড়ি। আলো-অন্ধকার সবসময়েই দেখা যায় ঘড়ির ডায়াল। প্রায় ৫০ ঘণ্টা ধরে চার্জ থাকে ঘড়িতে। এতটাই স্বচ্ছ কাচ দেওয়া রয়েছে ডায়ালে, যে ঘড়ির ভিতরের যন্ত্রাংশগুলিও পরিষ্কার দেখা যায়। তবে নেটিজেনদের চর্চার অন্যতম বিষয় হল পাণ্ডিয়ার ঘড়ির দাম। ১ লক্ষ ২ হাজার ৫০০ মার্কিন ডলারের এই ঘড়িটির দাম ভারতীয় মুদ্রায় ১ কোটি টাকারও বেশি। তবে বাজারমূল্য ২ কোটি ৫৯ লক্ষ টাকা পর্যন্তও পৌঁছে যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাণ্ডিয়ার ঘড়িপ্রীতির কথা নতুন নয়। মাঠের বাইরে হামেশাই নানারকমের দামি ঘড়ি পরতে দেখা যায় তাঁকে।
  • সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি সংস্থা রিচার্ড মিলের তৈরি এই ঘড়িটি। ২০০১ সালে এই ঘড়ি প্রস্তুতকারী সংস্থাটি তৈরি হয়।
  • ১ লক্ষ ২ হাজার ৫০০ মার্কিন ডলারের এই ঘড়িটির দাম ভারতীয় মুদ্রায় ১ কোটি টাকারও বেশি।
Advertisement