shono
Advertisement
M Baazar

নতুন বছরে M Baazar-এর বিশেষ চমক, স্টাইল আর সাশ্রয়ে জমজমাট শীতের ফ্যাশন

নতুন বছরে নতুন পোশাকে মেতে ওঠার এমন সুযোগ হাতছাড়া করবেন না।
Published By: Buddhadeb HalderPosted: 10:00 AM Dec 27, 2025Updated: 10:30 AM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ আর নতুন বছরের উন্মাদনার মিশ্রনের মধ্যে নিজেকে নতুন লুকে সাজিয়ে তোলা। সাধারণ মানুষের এই ইচ্ছাকে পূর্ণতা দিতে পূর্ব ভারতের জনপ্রিয় ফ্যাশন ডেস্টিনেশন M Baazar নিয়ে এসেছে দুর্দান্ত সব সম্ভার। নিউ ইয়ার উপলক্ষে একদিকে যেমন রয়েছে নজরকাড়া পোশাক, তেমনই রয়েছে গ্রাহকের জন্য দুর্দান্ত সব অফার।

Advertisement

এবারের উইন্টার কালেকশানে M Baazar আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী। নারীদের জন্য আছে স্টাইলিশ হুডেড মিলিটারি পার্কা জ্যাকেট এবং ডাবল ব্রেস্টেড ব্লেজার। যারা ক্যাজুয়াল লুক পছন্দ করেন, তাদের জন্য রয়েছে রঙিন কার্ডিগান ও সোয়েটার। পুরুষদের জন্য ট্রেন্ডি নেক হুডি, লেদার জ্যাকেট এবং ডেনিম জ্যাকেটের বিপুল ভ্যারাইটি মিলবে। শীতের সকালে আভিজাত্য বজায় রাখতে হাই-ওয়েস্ট জিন্সের সঙ্গে স্টাইলিশ সোয়েটশার্ট হতে পারে আপনার সেরা পছন্দ। ছোটদের জন্যও রয়েছে আরামদায়ক ট্র্যাকসুট ও কালারফুল হুডি।

এ তো গেল শীতের পোশাকের কারিকুরি। কিন্তু এছাড়াও রয়েছে ফ্যাশানের আরও বিপুল সম্ভার। এখানে পাওয়া যাচ্ছে পুরুষদের জন্য ক্যাজুয়াল শার্ট, ফর্মাল প্যান্ট ও ডেনিম। নারীদের জন্য ট্রেন্ডি কুর্তি, লেগিংস, সালোয়ার স্যুট এবং আধুনিক ওয়েস্টার্ন টপ। সাশ্রয়ী দামে নিত্যনতুন ডিজাইনের এই অনবদ্য সম্ভার মধ্যবিত্তের ফ্যাশনে বাড়তি মাত্রা যোগ করেছে। নতুন বছরে নতুন পোশাকে মেতে ওঠার এমন সুযোগ হাতছাড়া করবেন না।

M Baazar মানেই বাজেটের মধ্যে সেরা ফ্যাশন। কেনাকাটায় গ্রাহকদের জন্য থাকছে বিশেষ উপহার। ১০০০ টাকার কেনাকাটা করলেই আপনি পাবেন ২০০ টাকার একটি গিফট ভাউচার। এই ভাউচারটি পরবর্তী ১০০০ টাকার কেনাকাটায় ব্যবহার করা যাবে। অর্থাৎ, পরের বার ১০০০ টাকার শপিং হবে মাত্র ৮০০ টাকায়! এছাড়াও অনেক পোশাকে রয়েছে ডিসকাউন্ট অফার।

পশ্চিমবঙ্গসহ ভারতের ৯টি রাজ্যে M Baazar-এর ২০০টিরও বেশি আউটলেট রয়েছে। উন্নত মানের ফ্যাব্রিক আর আধুনিক ডিজাইনের মিশেলে তারা গ্রাহকদের ভরসা জয় করেছে। জম্পেশ শীতের আমেজে ক্রিসমাস এবং নতুন বছরের পার্টিতে মধ্যমণি হতে M Baazar-এর বিকল্প নেই। একই ছাদের তলায় পরিবারের সকলের জন্য কেনাকাটার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজই ঘুরে আসুন আপনার নিকটস্থ M Baazar আউটলেটে, আর রঙিন করে তুলুন আপনার নতুন বছরকে |
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.mbaazar.in/

#MyBaazarMbaazar

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবারের উইন্টার কালেকশানে M Baazar আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী।
  • M Baazar মানেই বাজেটের মধ্যে সেরা ফ্যাশন।
  • আজই ঘুরে আসুন আপনার নিকটস্থ M Baazar আউটলেট।
Advertisement