সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই চৈত্রের অবসানে আসবে নতুন বছর- পয়লা বৈশাখ। বছরের শুরুর দিনে আমবাঙালি মেতে ওঠে হরেক পার্বনে। পুজো থেকে হালখাতা, প্রভাতফেরী, জলসা, আড্ডা, খাওয়াদাওয়া সবমিলিয়ে জমজমাট উদযাপন। এই ভ্যাপসা গরমে সব অনুষ্ঠানে নিজেকে পারফেক্টরূপে অনন্যা করে তুলতে চাই একটু বিশেষ নজরদারি। কয়েকদিনের সামাণ্য যত্নেই আপনিও পেতে পারেন সেই জৌলুস। কিন্তু কীভাবে সহজে ত্বকের জেল্লা বাড়াবেন? রইল তারই হদিশ।
পয়লা বৈশাখের জন্য আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন একাধিক রূপটান। যেমন কফি-দই প্যাক, কলা-অ্যালোভেরা হেয়ার মাস্ক, চালের গুঁড়ো- হলুদের বডি স্ক্রাব। বাড়িতে চটজলদি তৈরি করে ফেলুন এই প্যাক গুলি।
কফি-দই প্যাক- উপকরণ: ২ টেবিল চামচ কফি পাউডার, ১/২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই, ১ চা চামচ মধু।
পদ্ধতি- সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এটির প্রলেপ মুখে লাগিয়ে অন্তত ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। উল্লেখ্য কফির মধ্যেকার ক্যাফেন ও ক্লোরজেনিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, বেসন প্রাকৃতিক উপায়ে মৃত কোষ অপসারণ করে, দই শুষ্ক ত্বককে মসৃণ করে, ত্বকের প্রদাহ প্রশমন করে এবং মধু ত্বকের বলিরেখা হ্রাস করে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।
কলা-অ্যালোভেরা হেয়ার মাস্ক- উপকরণ: ১ পাকা কলা, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মেয়োনিজ।
পদ্ধতি- উপকরণ গুলি মিক্সিতে পেস্ট করে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। সেটি চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে অন্তত আধ ঘণ্টা রেখে ভালো ভাবে শ্যাম্পু করে নিতে হবে। উল্লেখ্য কলার পটাশিয়াম, কার্বোহাইড্রেট চুলকে নরম মোলায়েম করে। অ্যালোভেরা চুলের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করে, মাথার ত্বকে যেকোনও ধরণের সংক্রমণ প্রতিরোধ করে চুলের বৃদ্ধি ঘটায়। নারকেল তেল চুলের গোড়া মজবুত করে। মেয়োনিজ চুলকে মোলায়েম করে চুলের উজ্জ্বলতা বাড়ায়।
চালের গুঁড়ো- হলুদের বডি স্ক্রাব- উপকরণ: ৫ টেবিল চামচ মুগ ডালের গুঁড়ো, ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ৪ টেবিল চামচ মালাই, ২ টেবিল চামচ টমেটোর খোসা, ১/২ চা চামচ হলুদ। সবকটি উপকরণ দিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিয়ে বডি স্ক্রাব হিসাবে ব্যবহার করা যেতে পারে। মুগ ডাল ও চাল গুঁড়ো দেহের মৃত কোষ অপসারণ করে, ত্বকের ময়লা দূর করে। টমেটোর খোসা ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এবং হলুদ ও মালাই ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে।