shono
Advertisement

Breaking News

পর পর কন্যাসন্তান হওয়ায় ক্ষোভ? তিন মেয়েকে বিষ খাইয়ে মারার চেষ্টা, প্রাণ গেল কিশোরীর

অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে।
Posted: 04:24 PM Nov 18, 2023Updated: 04:25 PM Nov 18, 2023

দেবব্রত মণ্ডল, বারুইপুর: তিন মেয়েকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ছোট মেয়ের। বাকি দুজন কলকাতার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

Advertisement

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চাকদা বালুঝাঁকা এলাকায় আমিন সরদারের তিন মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। গত সোমবার বিকেল আমিন তাঁর তিন মেয়েকে শীতের পোশাক কিনে দেওয়ার নাম করে বাড়িতে নিয়ে আসে। রাতের বেলা স্থানীয় দোকান থেকে একটি কোল্ড ড্রিঙ্কের বোতল কিনে আনেন। অভিযোগ, সেই ঠান্ডা পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন। অসুস্থ হয়ে পড়ে তিন মেয়ে আয়েশা সর্দার, রাবিয়া সর্দার ও আচিনা সর্দার। শনিবার ১২ বছরের আচিনার মৃত্যু হয়েছে।

[আরও পড়ুন: নজরে চিনের সাবমেরিন বাহিনী, ভারতের হাতে ডুবোজাহাজ-ধ্বংসী অত্যাধুনিক যান]

তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার প্রথমে তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়া কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই শুক্রবার রাতে মৃত্যু হয়েছে ছোট মেয়ে আচিনার। এই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে। পর পর তিন মেয়ে জন্ম দেওয়ার রাগেই কি সন্তানদের খুনের চেষ্টা? উঠছে প্রশ্ন। 

[আরও পড়ুন: আমহার্স্ট স্ট্রিট কাণ্ড: পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার নির্দেশ, অবরোধে সাফ ‘না’ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার