shono
Advertisement

সম্পত্তি নিয়ে বিবাদ, ছেলেকে খুন করল ৭০ বছরের বৃদ্ধ

ঘটনাস্থল থেকে বন্দুকটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
Posted: 10:48 PM Sep 13, 2016Updated: 05:18 PM Sep 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৭০ বছরের এক বৃদ্ধ খুন করল তার ছেলেকে৷ ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির মান্ডওয়ালি এলাকায়৷

Advertisement

জানা যাচ্ছে, গণেশ শুক্লা নামে ওই বৃদ্ধের সঙ্গে সম্পত্তি নিয়ে প্রায়ই বচসা বাধত  ছেলে মহেন্দ্রর৷ এমনকী সম্পত্তির ভাগ নিয়ে মহেন্দ্র ও তাঁর বোনের মনোমালিন্যও লেগেই থাকত৷ ঘটনার দিনও এই একই কারণে বচসা শুরু হয়, যার পরিণতি এমন ভয়ংকর হয়ে ওঠে৷

পুলিশ সূত্রের খবর, ওই বৃদ্ধ জেরায় খুনের কথা স্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন পৈতৃক সম্পত্তির অর্ধেক তিনি মেয়েকে দিতে চান কিন্তু তাই নিয়ে তাঁর ছেলে এবং পুত্রবধূ আপত্তি তোলে৷ দীর্ঘদিন ধরে এই নিয়ে পারিবারিক অশান্তি চলছিল৷ তার জেরেই ছেলেকে গুলি করে হত্যা করেন বছর ৭০-এর এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী৷ ঘটনাস্থল থেকে বন্দুকটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement