shono
Advertisement

হুঁহুঁ বাবা…কথায় কথায় কতবার ‘বাবা’ বলেন জানেন?

খেয়াল করলে দেখা যাবে প্রতিদিন নানাভাবে কথায় কথায় আমরা বাবা বলে থাকি৷ The post হুঁহুঁ বাবা…কথায় কথায় কতবার ‘বাবা’ বলেন জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 PM Jun 19, 2016Updated: 05:17 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাত-কাপড়ের চিন্তা করেই তাঁর দিন কাটে৷ শিল্প-সাহিত্য সমেত আরও অনেক কিছুর সঙ্গেই তাঁর দেখা হয় না৷  তবু তিনিই সেই ‘পাওয়ার স্টেশন’ যিনি সন্তানকে রসদ জুগিয়ে চলেন৷ কবিতায় এভাবেই বাবার কথা তুলে ধরেছিলেন কবি রনজিৎ দাস৷  কবিতা তো ব্যক্তিগত হয়েও সার্বজনীন৷ বাবাকে নিয়ে আপামর বাঙালিই মনের কথাটিই কলমে তুলে এনেছিলেন কবি৷

Advertisement

প্রতিটি সংসারেই বাবা ‘বনস্পতি’৷  বাবার জন্য অব্যর্থ ও অমোঘ এই বিশেষণটি তুলে এনেছিলেন নাগরিক কবিয়াল৷  সত্যি এর বাইরে কী-ই বা আর বলা যায়! যতখানি গাম্ভীর্যের ঘেরাটোপ বাবাদের ঘিরে থাকে, যতখানি দূরত্বের আভাস জড়িয়ে থাকে বাবার সঙ্গে, ততখানিই নিবিড় হয়ে তাঁর স্নেহ-শাসন-দায়িত্বপালনের ছায়াটুকু  ঘিরে থাকে আমাদের৷  মা বললেই হলুদ-জিরের গন্ধমাখা যে অন্তরঙ্গ আঁচলের ছায়া পড়ে বাঙালির ঘর-দুয়ারে, বাবা বললে কিন্তু তেমনটা নয়৷  বরং একটু শাসন, একটু দূরত্বের ওপারে কোনও রাশভারি চরিত্রই ঠাঁই পায় বাঙালির মনে৷  তাই তো বাংলা সিনেমা জুড়ে কমল মিত্র, ছবি বিশ্বাসের মতো জাঁদরেল বাবাদের দাপট৷  তবে বাইরে যাই হোক না কেন আসলে কিন্তু অন্তরে সকল বাবাই বিভূতিভূষণের হরিহর৷  সন্তানকে দুধে-ভাতে রাখতে ঈশ্বরী পাটনির প্রার্থনা আর হরিহরের কামনায় তাই আদতে কোনও তফাত থাকে না৷ বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের এই এক অদ্ভুত রসায়ন৷  ভয় থাকে, শাসন থাকে তবু কাজলকে কাঁধে নিয়ে অপূর্বকুমার রায় যতক্ষণ না ফ্রেমের ওপারে চলে যাচ্ছেন, ততক্ষণ সম্পূর্ণ হয় না পথের পাঁচালি৷  আর তাই বাবার আসনের সঙ্গে ভয়ে মেশানো দূরত্ব মেনেও  সব সন্তানই বালক রবীন্দ্রনাথের মতো হয়ত বাবার মতো বড় হওয়ার ইচ্ছে নিয়েই বড় হয়ে ওঠে৷

এই বাবার জন্যই একটা দিন ধার্য করা হয়েছে গোটা দুনিয়ায়৷  যে দিনটাকে শুধু বাবাদের জন্যই সেলিব্রেট করা হবে৷  ওয়ার্ল্ড ফাদার্স  ডে-তে বাবার কথা যখন বিশ্বজুড়ে মনে করা হচ্ছে, তখনন প্রশ্ন উঠতে পারে একদিনের যৌক্তিকতা নিয়ে৷  প্রশ্ন তোলা সোজা, উত্তরও তো জানা৷  তাই একদিন না প্রতিদিন, সে প্রশ্ন তুলে রেখে বরং খেয়াল করলে দেখা যাবে প্রতিদিন নানাভাবে কথায় কথায় আমরা বাবা বলে থাকি৷  সে আমরা মনে রাখি বা না রাখি মুখের কথা কিন্তু বাবাকে ভোলে না৷  কীরকম? নিচের কথাগুলো মিলিয়েই দেখুন-

ওরে বাবা- পিলে চমকানো কিছু ঘটলে এ কথা যেন স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়াতেই বেরিয়ে আসে৷

না বাবা- কেউ আর কোনও কিছুর সঙ্গে যুক্ত থাকতে চান না বলতে গিয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া বশে এ কথাই আসে৷

হুঁহুঁ বাবা- সব জানো আর এটা জানো না-এহেন অভিব্যক্তিতে এই লবজই অমোঘ৷

বাবা রে বাবা- ভয় হোক বা বিস্ময় কথাতেও সেই বাবা-ই ভরসা৷

যাহ বাবা- বোঝাতে চাইছেন অথচ পারছেন না, অথচ এটা বললেই বোঝা যাবে আপনি কী বোঝাতে চাইছেন৷

আপনি বাঁচলে বাপের নাম- এ কথার সারসত্য পাগলেও বোঝে, ব্যাখ্যা নিষ্প্রয়োজন৷

এই মুহূর্তে নিশ্চয়ই আরও এমন কথা আপনারও মনে পড়ছে৷  এই লিস্ট তো বাড়িয়ে তুলবেন আপনিও৷ এক একা সব কথা বলা যায় নাকি রে বাবা!

 

The post হুঁহুঁ বাবা…কথায় কথায় কতবার ‘বাবা’ বলেন জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement