সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) খনিতে ভয়াবহ বিস্ফোরণ। এই দুর্ঘটনায় ইতিমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা জেলায় পাথর খাদানের কাজ চলছিল। পাথর ভাঙার জন্য বিস্ফোরকও জমা করে রাখা হয়েছিল। আচমকা সেই স্তূপেই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর মিলেছিল। চারজন শ্রমিক নিখোঁজ ছিলেন। বেলা গড়াতেই মৃতের সংখ্যা বাড়ছে।
[আরও পড়ুন: এবার ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত উত্তরপ্রদেশ, মৃত অন্তত ৬]
জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বহু খাদান শ্রমিক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু কীভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও অজানা। খাদানের ভিতরে বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকার্য।
সূত্রের খবর, খাদানের পাথর সরানোর জন্য বিস্ফোরক জিলেটিন স্টিক জমা করে রাখা হচ্ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে। খাদান সূত্রে খবর, খনির ভিতর আটকে থাকা বাকিদের উদ্ধারকার্য চলছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। পাশাপাশি, গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।