shono
Advertisement

Breaking News

কাশ্মীর জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গুলির লড়াই নিরাপত্তারক্ষীদের

আবারও কেঁপে উঠল সন্ত্রাস জর্জরিত জম্মু ও কাশ্মীর৷
Posted: 11:40 AM Mar 17, 2017Updated: 06:10 AM Mar 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কেঁপে উঠল সন্ত্রাস জর্জরিত জম্মু ও কাশ্মীর৷ সেনা সূত্রে খবর, উপত্যকার পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই চলছে জঙ্গিদের৷ শুক্রবার সকাল থেকে চলা এই লড়াইয়ে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই৷

Advertisement

[কাশ্মীর নয়, ইসলামের জন্য লড়াইয়ের ডাক হিজবুল নেতার]

জানা গিয়েছে, পুলওয়ামার বটনুরের লস্সীপোরা এলাকায় একটি সেনা দলের উপর আচমকা হামলা চালায় জঙ্গিরা৷ শুরু হয় লড়াই৷ তবে জঙ্গলে গা ঢাকা দিতে সক্ষম হয় জঙ্গিরা বলে জানিয়েছেন এক আধিকারিক৷ হামলাকারীরা ইসলামিক জঙ্গিসংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলেও জানিয়েছেন তিনি৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পুলওয়ামায় সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ হয় ২ লস্কর জঙ্গি৷ এছাড়াও গত বুধবার, কুপওয়ারায় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয় দুই জঙ্গি৷ জঙ্গিসংগঠন হিজবুলের নেতা বুরহান ওয়ানি সেনার হাতে নিকেশ হওয়ার পর থেকেই বেড়ে চলেছে জঙ্গি হানা৷

[সিবিআইকে নারদ কাণ্ডের তদন্ত করার নির্দেশ দিল হাই কোর্ট]

গতকাল ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য গোটা হিন্দুস্তানকে ইসলামের পতাকার তলায় নিয়ে আসার হুঙ্কার দিয়েছে বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরি জঙ্গিদের সংগঠন হিজবুল মুজাহিদিনের নয়া নেতা জাকির রশিদ ভাট৷

[করাচিতে নিখোঁজ দুই ভারতীয় মৌলবী, পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement