shono
Advertisement

Breaking News

বিশ্বকাপেও ফিক্সিংয়ের কালো ছায়া! প্রকাশ্যে ‘ঘুষ’নিতে দেখা গেল রেফারিকে

প্রশ্নে ফিফার ভূমিকা৷ The post বিশ্বকাপেও ফিক্সিংয়ের কালো ছায়া! প্রকাশ্যে ‘ঘুষ’ নিতে দেখা গেল রেফারিকে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM Jun 08, 2018Updated: 05:47 PM Jun 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ফিফা বিশ্বকাপেও ফিক্সিংয়ের কালো ছায়া৷ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্টিং অপারেশন প্রকাশ্যে ঘুষ নিতে দেখা গেল বিশ্বকাপের জন্য তালিকাভুক্ত রেফারিকে৷ ফিফা বিশ্বকাপে তালিকাভুক্ত রেফারির পাশাপাশি আরও কয়েকজন রেফারিকেও ভিডিওতে দেখা গিয়েছে৷  শুধু একা রেফারি নন, আফ্রিকান ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন কর্তাকেও দেখা গেল উপহার হিসেবে টাকার তোড়া তুলে নিতে৷

Advertisement

[প্রথমবার বিশ্বকাপে ‘ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি’, কতটা উপকৃত হবেন ফুটবলাররা?]

বিশ্বকাপের আগে আফ্রিকান ফুটবল কনফেডারেশন কর্তা এবং স্বীকৃত রেফারিদের মধ্যে একটি গোপন স্টিং অপারেশন করে বিবিসি৷ বিবিসি-র দাবি অধিকাংশ রেফারিই টাকার পরিবর্তে ম্যাচে পক্ষপাতিত্বে রাজি হয়ে যান৷ যে রেফারিদের মধ্যে স্টিং করা হয়েছিল তাঁদের মধ্যে রয়েছেন কেনিয়ার রেফারি আদিল মারোয়া৷ রাশিয়ায় ফিফা বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ খেলানোর কথা ছিল তাঁর৷ আফ্রিকান ফুটবল কনফেডারেশনের তরফেই তাঁর নাম প্রস্তাব করা হয়েছিল৷ মারোয়ার এই স্টিং-প্রকাশ হওয়ার পরই ফুটবল-জগতে হুলস্থুল পড়ে যায়৷ প্রশ্ন উঠতে থাকে রাশিয়া বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে৷ তদন্তের নির্দেশ দেয় ফিফা৷ মারোয়া অবশ্য ফুটেজ প্রকাশ্যে আসার পর নিজে থেকেই ফিফার রেফারি পদ থেকে পদত্যাগ করেছেন ৷

[জানেন, বিশ্বকাপে রোনাল্ডোর প্রেরণা কারা? শুনলে আপনিও খুশি হবেন]

মারোয়া ছাড়াও স্টিং অপরেশনে নাম জড়ায় ফিফা কাউন্সিলের সদস্য কেশি ন্যান্টাক্যির৷ আফ্রিকান ফুটবলের প্রভাবশালীদের তালিকায় একেবারে প্রথম সারিতে উচ্চারিত হয় কেশির নাম৷ আফ্রিকান কনফেডারেশনের পাশাপাশি ফিফাতেও বেশ প্রভাব রয়েছে কেশির৷ স্টিং অপারেশনে তাঁর ছবি প্রকাশ পাওয়ার পরই ফিফার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ গতবছর মে মাসেই আগে দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়ে পদ ছাড়তে হয়েছিল খোদ ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটার৷ সেই সঙ্গে দুর্নীতির অভিযোগ ৭ জন ফিফা আধিকারিককে গ্রেপ্তার করেছিল সুইস পুলিশ৷ ১৪ জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের পদ থেকে৷ এই ঘটনার পরই প্রশ্ন উঠতে থাকে ফিফার স্বচ্ছতা নিয়ে৷ সদ্য প্রকাশিত স্টিং সেই প্রশ্ন আরও জোরালো করল৷

The post বিশ্বকাপেও ফিক্সিংয়ের কালো ছায়া! প্রকাশ্যে ‘ঘুষ’ নিতে দেখা গেল রেফারিকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement