shono
Advertisement

Breaking News

ফাউলের জন্য সুইডিশ তারকাকে জঙ্গি তকমা, পুলিশের দ্বারস্থ ফেডারেশন

জাতিবিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদ সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। The post ফাউলের জন্য সুইডিশ তারকাকে জঙ্গি তকমা, পুলিশের দ্বারস্থ ফেডারেশন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:40 AM Jun 25, 2018Updated: 11:10 AM Jun 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল মাঠের রোষ গিয়ে পড়ল মাঠের বাইরেও। সুইডিশ তারকা জিমি ডারমাজের ভুলেই গোল পেয়ে যায় জার্মানি। রক্তের স্বাদ পাওয়া বাঘের মতোই এখন ঘুরে দাঁড়িয়েছেন জার্মানরা। আর কাঠগড়ায় উঠেছেন সুইডিশ খেলোয়াড়। সব ক্ষোভ গিয়ে পড়েছে তার উপর। এমনকী জঙ্গি বা সুইসাইড বোম্বার বলতেও দ্বিধা করছেন না অনুগামীরা। শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন।

Advertisement

[  একঘরে সাম্পাওলি, নাইজেরিয়ার বিরুদ্ধে দল বাছবেন মেসি-মাসচারেনো ]

জার্মান বনাম সুইডেন ম্যাচ প্রায় ড্র-ই হয়ে যাচ্ছিল। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের জন্য যা লজ্জার শামিল। হারেরই অন্য নাম। অন্যদিকে সুইডেনের জন্য তা হতে পারত জয়ের আস্বাদ। পয়েন্টের নিরিখেও এগিয়ে থাকতে পারতেন সুইডিশরা। কিন্তু শেষ মুহূর্তের একটা ভুলেই সব হিসেব গোলমাল হয়ে যায়। অতিরিক্ত সময়ে ফাউল করে বসেন ডারমাজ। ফ্রিকিক পায় জার্মানরা। প্রায় অবিশ্বাস্য দক্ষতায় সেখান থেকে গোল করেন টনি ক্রুস। ক্রুস-বিদ্ধ সুইডেন এখন চাপে। তবে আরও চাপে ডারমেজ। খেলার পরেই প্রায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাঁর একটা ছোট্ট ভুলের মূল্য যে এভাবে চোকাতে হবে তা ভেবেও উঠতে পারেননি কেউ। কিন্তু এটাই খেলা। তবে মাঠের খেলা মাঠেই শেষ হল না। এরপর সোশ্যাল মিডিয়ায় তাঁকে তাক করে ছুটে এল আক্রমণ। এমনকী সুইডিশ খেলোয়াড়কে জঙ্গি তকমাও দেওয়া হল। ভুলের জন্য তাঁকে তুলনা করা হল সুইসাইড বোম্বারের সঙ্গে। একের পর এক টুইটে যখন বিদ্ধ করা হচ্ছে ডারমাজকে তখনই হস্তক্ষেপ করে সেদেশের ফুটবল অ্যাসোসিয়েশন। ব্যাপারটি পুলিশের নজরে আনা হয়। অ্যাসোসিয়েশনের তরফে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়।

[  ইরান কাঁটা টপকে শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত করতে মরিয়া পর্তুগাল ]

পরে এ বিষয়ে প্রতিক্রিয়া দেন ডারমাজও। বলেন, “সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলছি আমি। যে কোনও সমালোচনার জন্য প্রস্তুত। কিন্তু সমালোচনা এক আর আক্রমণ আর এক জিনিস। কিন্তু অনুপ্রবেশকারী, জঙ্গি বা সুইসাইড বোম্বার বলে যেভাবে আক্রমণ করা হচ্ছে তা অনভিপ্রেত। এমনকী আমার বাচ্চাদেরও টার্গেট করা হচ্ছে। এ জিনিস মেনে নেওয়া যায় না।” অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, কোনও খেলোযাড়ের এরকম অবমাননা মেনে নেওয়া হবে না। খেলোযাড়ের পাশে থেকে সংস্থার বার্তা, তিনি যেন সবরকম চিন্তা ছেড়ে শুধু ফুটবলে মন দেন।

The post ফাউলের জন্য সুইডিশ তারকাকে জঙ্গি তকমা, পুলিশের দ্বারস্থ ফেডারেশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার