সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। ভাইরাও কম যায় না। তারাও তো সাধের বিশ্বকাপ ঘরে তুলেছে তিনবার। চলতি বিশ্বকাপের শুরুতে শনিবারের সেই ঝলকই দেখল কোচি। এবারও ব্রাজিলীয় তারকারা যে বিপক্ষদের ত্রাস হতে চলেছে, এদিনের দুর্দান্ত পারফরম্যান্সে সেই ইঙ্গিতই মিলল। স্পেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও বাজিমাত করল পাওলিনহোরা।
[কলকাতায় বিশ্বকাপ ম্যানিয়া, রবিবারের জন্য প্রস্তুত যুবভারতী]
কোচি ঘিরে তখন সাম্বার ছন্দ। নেইমার, মার্সেলোদের ঝলকই যেন ধরা পড়ল মাঠ জুড়ে। ভিনিসিয়ার জুনিয়র পাওলিনহোর অভাব এদিন মাঠে বুঝতে দেননি ভিটাওরা। ৪-৩-৩ ছকে খেলতে নেমে গোটা ম্যাচেই স্পেনের উপর কর্তৃত্ব বজায় রাখে ব্রাজিল। এদিন ব্রাজিলের বিরুদ্ধে দাঁত ফোটাতে পারেনি স্পেন। তবে ব্রাজিলের ওয়েসলি ডে অলিভেরার আত্মঘাতী গোলে শুরুতেই চাপে পড়ে যায় পেলের দেশ। ফেরান তোরেসের ক্রসে পা ছুঁইয়ে ভুল করে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন তিনি। তারপরই আক্রমণের ঝাঁজ বাড়ায় ব্রাজিল। ফল মেলে ২৫ মিনিটেই। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় সফল হন লিনকন। তাঁর গোলেই সমতায় ফেরে দল। এরপর স্পেনকে পিছনে ফেলে দিতে বেশি সময় নেয়নি রোনাল্ডোর (সিনিয়র) দেশের খুদেরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে মার্কোস অ্যান্তোনিওর চিপ থেকে ওয়ান-অন-ওয়ান সিচুয়েশনে বল জালে জড়াতে কোনও ভুল করেননি ব্রাজিলীয় স্ট্রাইকার পাওলিনহো।
[টিকিট কই! যুবভারতীতে ইতিহাসের সাক্ষী থাকতে মুখিয়ে গোটা বাংলা]
বিশ্বকাপ ঘিরে ভারতীয় সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। প্রথমবার নিজেদের দেশে বসেই বিশ্বকাপে নীল জার্সিধারীদের খেলা দেখার ঐতিহাসিক সুযোগ মিলেছে। তাই ফুটবল নিয়ে মাতামাতিও চোখে পড়ার মতো। তবে ভারতের পাশাপাশি অন্যান্য ম্যাচ নিয়েও উৎসাহের অন্ত নেই সমর্থকদের। কোচির ভরতি গ্যালারিই তার প্রমাণ। এত বছর ধরে যে সব দেশের জন্য গলা ফাটাতেন ভারতীয়রা, এবার নিরপেক্ষভাবেই সেই দলগুলির খেলা দেখছেন তাঁরা। চেটে পুটে উপভোগ করছেন খুদেদের পারফরম্যান্স। ব্রাজিলের পরের প্রতিপক্ষ ডিপিআর কোরিয়া। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে রবিবার যেভাবে জ্বলে উঠলেন তাঁরা, তাতে তিনবারের বিশ্বজয়ীদের থেকে প্রত্যাশা নিঃসন্দেহে আরও বেড়ে গেল ফুটবলপ্রেমীদের।
The post স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়নের মতোই শুরু ব্রাজিলের appeared first on Sangbad Pratidin.