shono
Advertisement

সমাজকল্যাণে ম্যাচ ফি দান করছেন ফ্রান্সের তরুণ নায়ক এমবাপে

' দেশের প্রতিনিধিত্ব করতে পারিশ্রমিক লাগে না '- এমবাপে৷ The post সমাজকল্যাণে ম্যাচ ফি দান করছেন ফ্রান্সের তরুণ নায়ক এমবাপে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:45 PM Jul 01, 2018Updated: 03:15 PM Jul 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার ডিফেন্স কি আদতেই নড়বড়ে৷ নাকি তরুণ এমবাপের স্কিল আর গতির সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল মেসিদের স্বপ্ন৷ ফুটবল বিশ্ব এখনও এ তুল্যমূল্য আলোচনায় ব্যস্ত৷ তবে এ কথা অনস্বীকার্য যে, এ পৃথিবীতে নতুন তারকার জন্ম দেখছেন ফুটবলপ্রেমীরা৷ তিনি কিলিয়ান এমব্যাপে৷ উনিশের তারকা শুধু ফুটবল মাঠই দাপাচ্ছেন তা নয়, জীবনের ময়দানেও নায়ক হয়ে উঠছেন৷ সমাজের কাজে তুলে দিচ্ছেন ম্যাচ ফি-র পুরোটাই৷

Advertisement

[  বিশ্বকাপ যাবে আসবে, বেঁচে থাক স্পোর্টসম্যান স্পিরিট ]

আর্জেন্টিনার বিরুদ্ধে নজর কেড়ে ফ্রান্সের নায়ক হয়ে গিয়েছেন তরুণ এমবাপে৷ জিদান, অঁরির লিগ্যাসি তাঁর পায়ের ছন্দেই খুঁজে পাচ্ছেন ফ্রান্সের সমর্থকরা৷ তবে জাতীয় দলের শুধু নয়৷ জাতীয় জনজীবনেই নায়ক হয়ে উঠছেন এই তরুণ খেলোয়াড়৷ নিজের ম্যাচ ফি-র পুরোটাই তিনি দান করছেন দেশের কাজে৷ ম্যাচ প্রতি প্রায় কুড়ি হাজার ইউরো৷ অর্থাৎ ভারতীয় মুদ্রায় যে অঙ্ক হয় প্রায় ১৬ লক্ষ টাকা৷ ম্যাচের জন্য পাওয়া এই টাকা দেশের কাজের জন্য দান করছেন তিনি৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত? উনিশের তারকা মনে করেন, দেশের জন্য ঘাম ঝরানোর জন্য কোনও পারিশ্রমিকের দরকার হয় না৷ খেলোয়াড় হিসেবে তিনি নিজেকে কোন উচ্চতায় নিয়ে যাবেন তা হয়তো ভবিষ্যতেই বোঝা যাবে৷ বিশ্বকাপের বিস্ময় নাকি তিনি জিদান-অঁরিদের সঙ্গে একাসনে বসবেন কী না, তা সময়ের অপেক্ষা৷ তবে দেশের জার্সি গায়ে যিনি নিজেকে উৎসর্গ করতে পারেন, দেশ তাঁকেই মনে রাখে৷ ফুটবলের ইতিহাসও দেশের সেই নায়ককে বরণ করে নেয়৷ এমবাপে এখনও পর্যন্ত ইতিহাসের পাতায় ওঠার মতো কীর্তি করে ফেলেছেন৷ টিন এজার হিসেবে নক আউটে জোড়া গোল করে ইতিমধ্যেই পেলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি৷ দেশকে দেওয়ার মতো এখনও বহু বারুদ মজুত তাঁর কাছে৷ তবে এটাই সব নয়৷ দেশের একজন সৈনিক হিসেবে যেভাবে তিনি অর্থ ছাড়াই খেলে যাচ্ছেন, তা হয়তো অনেকের কাছেই নজির৷ ক্লাব না দেশ কে আগে, এ নিয়ে অনেক সময়ই প্রশ্নের মুখে পড়েন খেলোয়াড়রা৷ এমবাপে যেন বুঝিয়ে দিলেন কারও কারও কাছে এ প্রশ্নই অর্থহীন৷

[  মেসির ব্যর্থতার দিন জন্ম নয়া তারকার, পেলের কীর্তি ছুঁয়েও তুলনায় আপত্তি এমবাপের ]

The post সমাজকল্যাণে ম্যাচ ফি দান করছেন ফ্রান্সের তরুণ নায়ক এমবাপে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার