shono
Advertisement

ব্রাজিল মানে শুধু নেইমার নয়, চিরপ্রতিদ্বন্দ্বীর প্রশংসা মারাদোনার গলায়

রক্ষণে উন্নতি করেছে ব্রাজিল, মত মারাদোনার৷ The post ব্রাজিল মানে শুধু নেইমার নয়, চিরপ্রতিদ্বন্দ্বীর প্রশংসা মারাদোনার গলায় appeared first on Sangbad Pratidin.
Posted: 06:46 PM Jun 17, 2018Updated: 07:16 PM Jun 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল: আর্জেন্টিনা মানে মেসি, মেসি ব্যর্থ হলে আর্জেন্টিনা ব্যর্থ, পর্তুগাল মানে শুধু রোনাল্ডো, রোনাল্ডো ভাল খেললে ভাল খেলবে পর্তুগাল, ফুটবল প্রেমীদের এই মিথ কিছুটা হলেও সত্যি প্রমাণিত হয়েছে রাশিয়া বিশ্বকাপের প্রথম দু দিনে৷ আর্জেন্টিনা এবং পর্তুগালের ক্ষেত্রে যে মিথ সত্যি, ব্রাজিলের ক্ষেত্রেও কী তাই? অর্থাৎ ব্রাজিল মানে কী একবাক্যে বলে দেওয়া যায় নেইমারের নাম৷ নেইমার ভাল খেললেই ব্রাজিল জিতবে, না খেললে জিতবে না এই মিথ কি আদৌ সত্যি? মারাদোনা বলছেন না৷ ব্রাজিল মানে শুধু নেইমার নয়, ব্রাজিল একটা দল যে দলের নেইমার ছাড়াও বিশ্বকাপ জয়ের ক্ষমতা আছে, অন্তত এমনটাই মনে করছেন ফুটবল রাজপুত্র৷

Advertisement

[গ্যালারিতে এবার ‘দ্বাদশ ব্যক্তি’ ক্লোভিসকে মিস করবেন নেইমাররা]

একটি সর্বভারতীয় সংবাদপত্রের জন্য লেখা প্রতিবেদনে মারাদোনা বলেছেন, কোচ তিতের অধীনে যে ব্রাজিল খেলছে, নেইমার ছাড়াও সেই ব্রাজিলে অনেক নামী নামী ফুটবলার আছেন৷ তিতের অধীনে ব্রাজিল দলের আমুল পরিবর্তন হয়েছে৷ দায়িত্ব নেওয়ার পর ২১টি ম্যাচের মধ্যে ১৭টি জিতেছে সেলেকাওরা৷ ৪৭টি গোল করেছে তিতের ছেলেরা যেখানে গোল হজম করতে হয়েছে মোটে ৫টা৷ ব্রাজিলের রেকর্ড প্রশংসনীয়৷ নিজের লেখায় ব্রাজিলের রক্ষণের উন্নতির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন মারাদোনা৷ তিনি বলেন, একসময় ইউরোপীয় দলগুলির বিরুদ্ধে নড়বড়ে দেখাত ব্রাজিলের রক্ষণ৷ কিন্তু তিতে আসার পর তা বদলেছে৷ ইউরোপীয় দলগুলির সঙ্গে প্রস্তুতি ম্যাচে দেখা গিয়েছে রক্ষণ আগের থেকে অনেক উন্নতি করেছে৷ শুধু নেইমার নয়, অন্য পজিশনেও ভাল ফুটবলার রয়েছে ব্রাজিলের৷’ প্রশংসায় ভরিয়ে দিলেও ফুটবল রাজপুত্র মনে করিয়ে দিয়েছেন, সুইজারল্যান্ড, সার্বিয়া আর কোস্টারিকার মত দলগুলি ব্রাজিলকে গ্রুপ পর্বে কঠিন টক্কর দেবে৷

[বিশ্বকাপ জ্বরে কাবু সাংসদ, শুরু হচ্ছে এমপি নকআউট টুর্নামেন্ট]

ব্রাজিলের কোচ হিসেবে তিতে দায়িত্ব নেওয়ার পর সত্যিই অন্যরকম দেখিয়েছে ব্রাজিলকে৷ পরিসংখ্যানও বলছে সেকথা৷ তবে, তিতের এই দুর্দান্ত রেকর্ডের পিছনে কিন্তু সবচেয়ে বড় অবদান রেখেছেন তাঁর অধিনায়কই৷ নেইমার না থাকলে হয়ত অনেক ম্যাচেই গোল করতে পারত না ব্রাজিল৷ নেইমার ছাড়াও কুটিনহো, উইলিয়ান, কাসেমিরো, পাওলিনহো, মার্সেলো, সিলভাদের মত প্রথম সারির ক্লাবে খেলা তারকা রয়েছে ব্রাজিল দলে৷ তাই এবারের বিশ্বকাপে অনেকেই ফেভরিট মনে করছেন সাম্বা-বয়েজদের৷ কিন্তু তাতে কী, প্রস্তুতি ম্যাচেও দেখা গিয়েছে ব্রাজিল দলের চালিকাশক্তি সেই নেইমারই৷ ব্রাজিল অধিনায়কের সতীর্থদের দরাজ সার্টিফিকেট দিয়েছেন খোদ ফুটবল রাজপুত্র৷

The post ব্রাজিল মানে শুধু নেইমার নয়, চিরপ্রতিদ্বন্দ্বীর প্রশংসা মারাদোনার গলায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement