সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপিল শর্মার টুইট ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে তা এখনও পিছু ছাড়ছে না তাঁর৷ উপরন্তু জানা যাচ্ছে কপিলের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছিল তাঁর তদন্ত এগিয়েছে এবং সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা ইরফান খানেরও৷ দোষী সাব্যস্ত হলে ৩ বছরের জেল হতে পারে এই অভিনেতাদের৷
সম্প্রতি কপিল টুইটে এক পুরসভার অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন৷ সেই টুইটের পরিপ্রেক্ষিতেই কপিলের বিরুদ্ধে অভিযোগ করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ কপিল তাঁর অফিস তৈরি করার সময় পুরসভার নির্দেশ পালন করেননি বলেই জানিয়েছিল নবনির্মাণ সেনা৷ এই অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের করা হয়৷ সেই এফআইআর-এ কপিল ছাড়াও ওই নির্দিষ্ট বিল্ডিংটির অন্যান্য ফ্ল্যাটের মালিকদের নামও রয়েছে, যাঁদের মধ্যে অন্যতম অভিনেতা ইরফান খান৷ অভিযোগ সত্যি প্রমাণ হলে এঁদের সবারই হাজতবাস হতে পারে এবং ২০০০ থেকে ৫০০০ টাকা জরিমানাও হতে পারে৷
বিএমসির পক্ষ থেকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে থানায় তাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন অমান্য করেছেন অভিযুক্তরা এমনটাই জানানো হয়েছে৷
পুলিশের পক্ষ থেকে যদিও তদন্তের বিষয়ে এখনো কিছু জানা যায়নি৷ তবে দ্রুতই তদন্তের কাজ শেষ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল৷