shono
Advertisement

Breaking News

মিটার বক্সে পরপর বিস্ফোরণ, বহুতলে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল রাসবিহারী অ্যাভিনিউতে

দমকলের তৎপরতায় এড়ানো গেল বিপর্যয়৷ The post মিটার বক্সে পরপর বিস্ফোরণ, বহুতলে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল রাসবিহারী অ্যাভিনিউতে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:36 PM Jun 17, 2018Updated: 02:06 PM Jun 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিটার বক্সে পরপর বিস্ফোরণ৷ ছুটির সকালে আগুন আতঙ্ক রাসবিহারী অ্যাভেনিউয়ের একটি বহুতলে৷ দমকলের তৎপরতায় অবশ্য বড় কোনও অঘটন ঘটেনি৷ কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে৷ ওই বহুতলের বাসিন্দাদের অভিযোগ, এরআগে ওই বহুতলের মিটার বক্সে অগ্নিকাণ্ডে ঘটেছিল৷ মিটার বক্সের কাছেই স্টোর রুমে ছিল বেশ কয়েকটি সিলিন্ডার৷ তাই আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই বহুতলের বাসিন্দাদের৷ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত তাঁরা৷

Advertisement

[আরও দু’দিন চলবে তাপপ্রবাহ, হাওয়া অফিসের পূর্বাভাসে বাড়ল অস্বস্তি]

দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এলাকার রাসবিহারী অ্যাভিনিউ৷ রাসবিহারী মোড় থেকে বালিগঞ্জ পর্যন্ত রাস্তার দু’ধারে অজস্র বহুতল৷ বেশিরভাই বহুতলের নিচে দেওয়ালে লাগানো ইলেকট্রিকের মিটার বক্স৷ রবিবার সকালে সেই মিটার বক্স থেকে আগুন লেগে গেল একটি বহুতলে৷ বাসিন্দাদের দাবি, রবিবার সকালে মিটার বক্সে একের পর এক বিস্ফোরণ ঘটে৷ রীতিমতো বোমা ফাটার মতো শব্দ হচ্ছিল৷ এরপর মিটার বক্স থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে৷ বিষয়টি নজরে আসতেই ওই বহুতলের আবাসিকদের সতর্ক করে দেন নিরাপত্তারক্ষী৷ সকলেই তড়িঘড়ি বেরিয়ে আসেন৷ খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন৷ কিছুক্ষণের মধ্যে অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে৷ এদিকে সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই বহুতলের বাসিন্দারা৷ তাঁদের দাবি, এর আগেও মিটার বক্সের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল৷ মিটার বক্সের পাশেই স্টোর রুমে ছিল বেশ কয়েকটি সিলিন্ডারও৷ ফলে আতঙ্ক আরও বেড়েছে৷ জানা গিয়েছে, ওই বহুতলের বেশিরভাগ বাসিন্দাই প্রবীণ নাগরিক৷ ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্টও শুরু হয়ে যায় বলে অভিযোগ৷

[সাউথ এন্ডে বিষাদের সুর, ভেঙে পড়ছে শচীন কর্তার জলসাঘর]

The post মিটার বক্সে পরপর বিস্ফোরণ, বহুতলে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল রাসবিহারী অ্যাভিনিউতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement