অরিজিৎ গুপ্ত, হাওড়া: ব্যস্ত সময়ে হাওড়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন আতঙ্ক। বৃহস্পতিবার সকালে ব্যাংকের নিচের তলায় আগুন লেগে যায়। তবে স্থানীয় বাসিন্দা ও দমকলের তৎপরতায় বড় কোনও অঘটন ঘটেনি। হতাহতের খবর নেই।
[ স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করতে গিয়ে গণপিটুনির শিকার ব্যক্তি!]
হাওড়া ময়দানের কাছে সন্ধ্যাবাজারে একটি পাঁচতলা বিল্ডিংয়ের দোতলায় ইউনাইটেড ব্যাংকের অফিস। বুধবার দুপুরে ব্যাংকে গ্রাহকের যথেষ্ট ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেড়টা নাগাদ বিল্ডিংয়ে্র একতলায় সিঁড়ির পাশে আচমকাই আগুন লেগে যায়। চোখের নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় বিল্ডিংটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও। প্রথমে স্থানীয় বাসিন্দারাই জল ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটো ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লাগেনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুধু রাষ্টায়ত্ত ব্যাংকই নয়, পাঁচতলা ওই বিল্ডিংয়ে আরও বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিস আছে। তাই আগুন যদি ছড়িয়ে পড়ত, সেক্ষেত্রে বড় বিপর্যয় ঘটতে পারত।
কিন্তু আগুন লাগল কীভাবে? ওই বিল্ডিংয়ে একতলায় সিঁড়ির পাশে ইলেকট্রিক মিটার। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই কোনওভাবে আগুন লেগে গিয়েছিল। দিন কয়েক আগে ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে একটি বেসরকারি ব্যাংঙ্কে আগুন লেগে গিয়েছিল। ভস্মীভূত হয়ে যায় ব্যাংকের যাবতীয় নথি। ছুটির দিন হওয়ায় রক্ষা পান কর্মীরা।
[ মাকে বাঁচাতে নিজের লিভারের অংশ দান করলেন মেয়ে]
The post রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন আতঙ্ক, চাঞ্চল্য হাওড়ায় appeared first on Sangbad Pratidin.