shono
Advertisement

টাটা ক্যানসার হাসপাতালে আগুন, ছড়াল তীব্র চাঞ্চল্য

দমকলের চেষ্টায় আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে বলেও জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা৷ The post টাটা ক্যানসার হাসপাতালে আগুন, ছড়াল তীব্র চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 10:27 AM Feb 11, 2017Updated: 05:01 AM Feb 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে আগুন লাগল মুম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে৷ হাসপাতালের বেসমেন্ট এলাকা থেকে আগুন ছড়ায় বলে জানা যাচ্ছে৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসী ও রোগীর আত্মীয়দের মধ্যে৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন৷

Advertisement

মুখ্যমন্ত্রীর আত্মীয়কে পিষল গাড়ি, অভিযুক্ত ‘বন্ধু’রাই

সকাল সকাল গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় দেখেই চাঞ্চল্য ছড়াতে থাকা৷ হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন দমকল কর্মীরা৷ এসে পৌঁছান বৃহণ্মুম্বই পুরসভার কর্মীরাও৷ জানা যাচ্ছে, হাসপাতালের বেসমেন্টেই আগুন লেগেছে৷ সেখানে ওষুধপত্র জমা করা থাকত৷ কী থেকে আগুন লেগেছে তা অবশ্য এখনও স্পষ্ট নয়৷ তবে রোগীরা যেখানে আছেন তার থেকে বেসমেন্টের দূরত্ব অনেকখানি৷ ফলে আগুন ও ধোঁয়ায় রোগীরা ক্ষতিগ্রস্ত নন বলেই জানা যাচ্ছে৷ কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি৷ দমকলের চেষ্টায় আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে বলেও জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা৷

কালো টাকা রুখতে এবার ভুয়ো কোম্পানিতে নজর মোদির

The post টাটা ক্যানসার হাসপাতালে আগুন, ছড়াল তীব্র চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement