ক্ষীরোদ ভট্টাচার্য: ফের অসুস্থ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিহাইড্রেশনের কারণেই এই অসুস্থতা। তবে আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই খবর।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ফিরহাদ হাকিম। বিন্দুমাত্র দেরি না করে পরিবারের সদস্যরা মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। রাতেই তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তড়িঘড়ি চিকিৎস শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী। তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল।
[আরও পড়ুন: এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ! প্রকল্পের সূচনা মোদির, কীভাবে আবেদন করবেন?]
প্রসঙ্গত, জানুয়ারির শুরুতে মারাত্মক কোমরের যন্ত্রণায় কাতর হয়ে যান মেয়র ফিরহাদ হাকিম। যন্ত্রণা অসহ্য পর্যায়ে পৌঁছোনোয় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক রাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি।