shono
Advertisement

মেয়র পদে তবে কি ফিরহাদ হাকিম? মমতার পদক্ষেপে নয়া জল্পনা

বিধানসভায় পুরআইনে সংশোধনী আনছে রাজ্য সরকার৷ The post মেয়র পদে তবে কি ফিরহাদ হাকিম? মমতার পদক্ষেপে নয়া জল্পনা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:53 PM Nov 21, 2018Updated: 06:36 PM Nov 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নেহের ‘কানন’কে হারিয়ে তবে কি এবার পছন্দের ‘ববি’র উপরেই ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের অন্দরে এবং গোটা রাজনৈতিক মহলে এখন এটাই লাখ টাকার প্রশ্ন৷ ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েনের জেরে মঙ্গলবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়৷ এরপর, মেয়র পদেও তাঁর ইস্তফা নিয়েও গুঞ্জন চলছে৷ শোনা যাচ্ছে, শোভনপর্বে ইতি পড়লে, মহানাগরিকের চেয়ারে এবার কোনও হেভিওয়েট মন্ত্রীকে বসাতে চাইছেন মুখ্যমন্ত্রী এবং দৌঁড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷

Advertisement

[চরিত্র বদলে আরও বিপজ্জনক ডেঙ্গু, মৃতের রক্তে মিলল স্টেজ ২ ভাইরাস]

নবান্ন সূত্রে খবর, পুর দপ্তর ও পুরসভার কাজ সম্পর্কে অভিজ্ঞ এমন একজনকে মেয়রের পদে বসাতে চাইছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যান্যদের  নিরিখে সেই যুক্তিতে অনেকটাই এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম৷ আবার উঠে আসছে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামও। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিধানসভায় পুরআইন সংশোধনী বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার৷ বিল পাশ হলেই তা পাঠানো হবে রাজ্যপালের কাছে৷ রাজ্যপালের স্বাক্ষর পেলেই তা আইনে পরিণত হবে৷ বর্তমান পুর আইন অনুযায়ী, মেয়র বা মহানাগরিক নির্বাচিত হতে গেলে কলকাতা পুরসভার কোনও ওয়ার্ডের কাউন্সিলর হওয়া বাধ্যতামূলক৷ এই আইনে সংশোধনী এনে, মন্ত্রীদের মেয়র হওয়ার ক্ষেত্রে কোনও বাধা রাখতে চাইছে না রাজ্য সরকার৷ সেক্ষেত্রে আগামী ছ’মাসের মধ্যে কলকাতা পুরসভার কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হবে ওই মন্ত্রীকে৷

কেবল ফিরহাদ হাকিম নন, মেয়র পদে শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার জল্পনা প্রবল হওয়ার পর থেকেই, নয়া মেয়র পদে উঠে আসে আরও কয়েকজনের নাম৷ রাজনৈতিক মহলে জল্পনা, দুই মেয়র পারিষদ দেবাশিস কুমার ও অতীন ঘোষ এবং মালা রায়ের মধ্যে কোনও একজনকে মেয়র করতে পারেন দলনেত্রী৷ তবে পুর আইনে বদলের খবর প্রকাশ্যে আসতেই সেই জল্পনার যবনিকা পতন হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ তাঁদের মতে, মমতার এই পদক্ষেপ থেকেই স্পষ্ট যে কোনও মন্ত্রীকেই মেয়র করতে চাইছেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ পাশাপাশি, আগামিকাল বিকালে ‘উত্তীর্ণ’ সভাঘরে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর৷ 

[অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠক পুরসভায়, পরবর্তী মেয়র নিয়ে জল্পনা]

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকায় মন্ত্রিত্বের কাজে এবং কলকাতা পুরসভার কাজে মন দিতে পারছিলেন না শোভন চট্টোপাধ্যায়৷ যা নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁর উপর চটে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যার বহিঃপ্রকাশ ঘটে মঙ্গলবার৷ এদিন প্রথমে বিধানসভায় মুখ্যমন্ত্রী ভর্ৎসনার মুখে পড়েন তিনি৷ তাঁকে চরম হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, দপ্তর চালাতে না পাড়লে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয় শোভনকে ৷ এরপরেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন তিনি৷ তাঁর মেয়র পদে ইস্তফা দেওয়া নিয়েও শুরু হয় জল্পনা৷ তৃণমূলের অন্দরে গুঞ্জন ছড়ায় বুধবার তাঁকে মেয়র পদও ছাড়তে বলেছেন দলনেত্রী৷ কিন্তু, বুধবার ইস্তফা দেননি মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ সূত্রের খবর, বৃহস্পতিবার ইস্তফা দিতে পারেন তিনি৷স্বশরীরে না এসে কোনও দূত মারফৎ বা ইমেলে ইস্তফাপত্র পাঠিয়ে দিতে পারেন তিনি৷ যদি, একান্তই তিনি ইস্তফা না দেন তাহলে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনারও চিন্তাভাবনা করছে তৃণমূল। 

The post মেয়র পদে তবে কি ফিরহাদ হাকিম? মমতার পদক্ষেপে নয়া জল্পনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement