সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ। এই প্রথমবার দেশে দৈনিক করোনা (Corona Virus) আক্রান্ত হলেন লক্ষাধিক। মৃতের সংখ্যা পাঁচশো ছুঁইছুঁই। বিশেষজ্ঞদের কথায়, নিজেদের উদাসীনতার ফল ভুগতে হচ্ছে আমজনতাকে। দৈনিক আক্রান্তের চেয়ে কোভিড জয়ীর সংখ্যা কম। এটাই বাড়াচ্ছে উদ্বেগ। দৈনিক সুস্থ হয়ে ওঠার সংখ্যা সংক্রমিতের প্রায় অর্ধেক।
২০১৯ সালের শেষ দিক থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস (COVID-19)। চলতি বছরের প্রথমদিকে সামান্য আশার আলো দেখা গিয়েছিল। বাজারে কোভিড টিকা আসার পরই মনে করা হচ্ছিল এবার হয়তো মহামারীর শেষ! কিন্তু কোথায় কী! প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আমজনতার উদাসীনতার খেসারত দিচ্ছে গোটা দেশ। স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের রিপোর্ট বলছে, একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। ফলে দেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ৮২ হাজার ১৩৬জন।
[আরও পড়ুন: ‘গোয়েন্দা ব্যর্থতা ছিল না’, বিজাপুরে মাওবাদী হামলা নিয়ে দাবি CRPF প্রধানের]
মহামারীর প্রথমভাগে দেশের সুস্থতার হার আশার আলো দেখিয়েছিল। দৈনিক আক্রান্তের চেয়ে বেশি মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় ছবিটা পুরোদস্তুর বদলে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক, সেখানে একদিনে কোভিডজয়ীর সংখ্যা মোটে ৫২ হাজার ৮৪৭ জন। ফলে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা বেড়ে হল ৭ লক্ষ ৪১ হাজার ৮৩০ জন।
[আরও পড়ুন: উচ্চ পর্যায়ের বৈঠকে করোনা পরিস্থিতি পর্যালোচনার পর বড়সড় সিদ্ধান্ত মোদির দপ্তরের]
চোখ রাঙাচ্ছে মৃত্যুও।গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৬৫ হাজার ১০১ জন। প্রথমবারের মতো এবারও সংক্রমণের শীর্ষে সেই মহারাষ্ট্র।পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছে নাইট কারফিউ। বিহারে ১০ তারিখ পর্যন্ত বন্ধ স্কুল। ওড়িশায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তবে আমজনতার হুঁশ ফেরেনি। যথারীতি কোভিডবিধি ভাঙাই যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত দেশের টিকাকরণ করা হয়েছে ৭ কোটি ৯১ লক্ষ ৫ হাজার ১৬৩ জনের।