shono
Advertisement

বম্বে IIT-তে কোটায় ভরতি নিয়ে সহপাঠীদের লাগাতার কটূক্তি! মরণঝাঁপ দলিত পড়ুয়ার

মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Posted: 09:13 PM Feb 13, 2023Updated: 09:17 PM Feb 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতপাত নিয়ে লাগাতার কটাক্ষ। কলেজে ভরতির সময় জাতপাত সংক্রান্ত কোটায় ভরতি হওয়া নিয়ে ক্রমাগত সহপাঠীদের বিদ্রুপ। আর তার জেরেই আত্মঘাতী হয়েছে বম্বে আইআইটির প্রথম বর্ষের এক পড়ুয়া। অন্তত এমনই অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেল ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই পড়ুয়া।

Advertisement

কলেজ ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দর্শন সোলাঙ্কি। বি টেকের প্রথম সেমেস্টারের পড়ুয়া। শনিবারই শেষ হয়েছিল তাদের পরীক্ষা। রবিবারই চরম পদক্ষেপ করে বসেন তিনি। তবে কোনই সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশের দাবি, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে পড়ার চাপে ওই পড়ুয়া আত্মঘাতী হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: রাজ্যপালের সচিব অপসারণ: রাজভবন থেকে ‘রিলিজ’ নন্দিনী চক্রবর্তী, সরাতে নারাজ নবান্ন]

এদিকে আইআইটি ডিরেক্টর সুভাষ চৌধুরী বলেন, “এই ঘটনায় আমরা মর্মাহত। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে।” আইআইটি বম্বের আম্বেদকর পেরিয়ার ফুলে স্টাডি সার্কেলের তরফে টুইট করে বলা হয়েছে, “দলিত ছাত্রের মৃত্যু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রাতিষ্ঠানিক খুন। শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি হওয়া প্রথম বর্ষের পড়ুয়াদের জাতপাতের সংরক্ষণ নিয়ে নানারকম কটূক্তি শুনতে হয়। বলা হয়, মেধা-যোগ্যতা না থাকা সত্ত্বেও স্রেফ জাতপাতের সংরক্ষণের ভিত্তিতে তারা এখানে ভরতি হয়।” এধরনের কোনও কটূক্তির জেরেই পড়ুয়া আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: মহিলা আইপিএলের নিলামে রেকর্ড দর পেতেই আনন্দে লাফিয়ে উঠলেন মন্ধানা, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement