shono
Advertisement

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, ভূমি ধসে মৃত কমপক্ষে পাঁচ

মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। The post মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, ভূমি ধসে মৃত কমপক্ষে পাঁচ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:49 PM Jun 13, 2020Updated: 06:13 PM Jun 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে ভূমি ধসের ফলে মৃত্যু হল কমপক্ষে পাঁচজনের। জখম হয়েছে আরও তিনজন। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের শাদোল (Shahdol) জেলার বিয়োহারি থানা এলাকায়। এদিকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। নির্দেশ দিয়েছেন ঘটনার সঠিক তদন্তেরও।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিয়োহারি থানা থেকে ১৫ কিলোমিটার দূরে বুরওয়া রোডের ধারে অবস্থিত পাপারেদি গ্রামে মাটি কাটার কাজ করছিলেন প্রায় ১৫ জন শ্রমিক। আচমকা ধস নেমে মাটি চাপা পড়ে যান ১২ জন। বাকিরা স্থানীয়দের সাহায্য তাঁদের বাইরে বের করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। পরে একটি জেসিবি মেশিন নিয়ে এসে মাটি সরানোর পরে তাঁদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে পাঁচজন শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়।

[আরও পড়ুন: কাশ্মীরে নির্যাতিত হিন্দু-মুসলিমের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরামর্শ প্রাক্তন ডিজিপি’র]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পেতে দেরি হওয়ায় জেসিবি মেশিন কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছয়। এই কারণে ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে। না হলে হয়তো ওদের প্রাণ বাঁচানো সম্ভব হত। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। যারা দায়ী তাদের কঠিন শাস্তি দেওয়া হবে।

[আরও পড়ুন: লকডাউনে চাকরি হারিয়ে কলা বিক্রি করছেন শিক্ষক, সাহায্যের হাত বাড়ালেন প্রাক্তন ছাত্ররা]

The post মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, ভূমি ধসে মৃত কমপক্ষে পাঁচ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement