shono
Advertisement

প্রতিরক্ষা খাতে রেকর্ড ২.৭৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাজেটে

ভারত মহাসাগরে চিনের পদক্ষেপে অশনি সংকেত দেখছে কেন্দ্র৷ The post প্রতিরক্ষা খাতে রেকর্ড ২.৭৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাজেটে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:08 PM Feb 01, 2017Updated: 10:37 AM Feb 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরের সাধারণ বাজেটে দেশের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে সামরিক খাতে বরাদ্দ করা হল রেকর্ড পরিমাণ অর্থ৷ বুধবার, সংসদে সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ২.৭৪ লক্ষ কোটি টাকা৷ এই টাকা সেনাবাহিনীর আধুনিকীকরণ ও অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করতে ব্যয় করা হবে৷ তবে এর মধ্যে সেনাকর্মীদের পেনশনের টাকা অন্তর্ভুক্ত নয়৷ ২০১৬-১৭-র তুলনায়, নয়া বাজেটে প্রতিরক্ষা খাতে ১১% বেশি টাকা বরাদ্দ করা হয়েছে৷ ২০১৫ সালে প্রতিরক্ষা খাতে ব্যয়  করা হয়েছিল ২,৪৬,৭২৭ লক্ষ্য কোটি টাকা৷

Advertisement

নগদে তিন লক্ষ টাকার বেশি লেনদেন আর নয়

বিশ্বে ক্রমবর্ধমান অস্থিরতা, চিন ও পাকিস্তানের আগ্রাসী কার্যকলাপ রুখতে সেনাবাহিনীকে আরও মজবুত করতে চলেছে ভারত৷ সম্প্রতি, ফ্রান্স থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনেছে নয়াদিল্লি৷ এছাড়াও রাশিয়া থেকে T-90 ভীষ্ম ট্যাঙ্ক ও কয়েক হাজার অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলও কেনা হয়েছে৷ সন্ত্রাসবাদীদের ঘাঁটি খুঁজতে ও যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের সমরসজ্জার গোপন খবর খুজতে ইজরায়েলের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কেনা হচ্ছে৷

এর পাশাপাশি, বায়ুসেনার ‘এলিট ফোর্স’ গরুড় কমান্ডোদের জন্য অত্যাধুনিক অস্ত্র ও সেনাবাহিনীর জন্য আধুনিক বুলেটপ্রুফ ভেস্ট কিনবে ভারত৷ ভারত মহাসাগরে চিনের পদক্ষেপে অশনি সংকেত দেখছে কেন্দ্র৷ পাকিস্তানের সঙ্গে বেজিংয়ের সামরিক সহযোগিতা ভারতের সুরক্ষার পক্ষে বড়সড় প্রশ্নচিহ্ন বলেও মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা৷

২০০০ টাকার বেশি নগদে অনুদান নয় কোনও রাজনৈতিক দলকে

ভারত ও আমেরিকাকে জবাব দিতে অত্যাধুনিক মিসাইল বানাচ্ছে চিন

পাকিস্তানকে পরমাণু বোমা তৈরির নকশা দিয়েছিল চিন

The post প্রতিরক্ষা খাতে রেকর্ড ২.৭৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাজেটে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement