shono
Advertisement

Breaking News

স্টেডিয়ামে ঢুকতে দিতে হবে মেয়েদেরও, পোস্টার হাতে ইরানের মহিলারা

হিজাব বিরোধী আন্দোলন বিশ্বকাপের মঞ্চেও। The post স্টেডিয়ামে ঢুকতে দিতে হবে মেয়েদেরও, পোস্টার হাতে ইরানের মহিলারা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:29 PM Jun 20, 2018Updated: 04:59 PM Jun 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৌলবাদের ভয়াল ছায়া এখনও পিঁছু ছাড়েনি ইরান, সহ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলির৷ আজও হিজাব ছাড়া বাড়ির বাইরে বেরনো নিষেধ মহিলাদের৷ সার্বজনীন কোনও অনুষ্ঠান বা জমায়েতে এখনও অংশ নিতে পারেননা রক্ষণশীল পরিবারের মেয়েরা৷ ফুটবল স্টেডিয়াম তো দূরের কথা৷ ১৯৭৯ সালে একটি আইন এনে ইরানের মহিলাদের ফুটবল স্টেডিয়ামে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়৷ বলা হয়, পুরুষপ্রধান খেলাগুলিতে মহিলাদের স্টেডিয়ামে প্রবেশের কোনও অধিকার নেই৷ প্রায় ৪০ বছর পর এই দীর্ঘদিন ধরে চলা প্রথার প্রতিবাদে শামিল হয়েছেন ইরানের মহিলারা৷ আর প্রতিবাদের মঞ্চ হিসেবে একটি মহিলা সংগঠন বেছে নিয়েছেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ কে৷

Advertisement

[রাশিয়ার কাছে হেরেও গোল করে ইতিহাস গড়লেন সালাহ]

মরক্কো-ইরান ম্যাচে স্টেডিয়ামে দেখা গিয়েছিল শাসকের বিরুদ্ধে পোস্টার হাতে কয়েক জন ইরানিয়ান মহিলা সমর্থককে৷ দাবি ছিল, স্টেডিয়ামে ঢুকতে দিতে হবে মহিলাদেরও৷ বিক্ষোভকারীদের দাবি, ইরানের শাসকরা চান না মেয়েরা খুশি থাক৷ কোনওভাবেই মেয়েদের মুক্তির পক্ষে নন মৌলবাদীরা৷ ওপেন স্টেডিয়াম নামে একটি সংস্থার সদস্যারা ইরানের সবকটি ম্যাচেই ওই পোস্টার নিয়ে হাজির হবেন৷ আজ কাজানেও দেখা যাবে ওই সংস্থার মহিলাদের পোস্টার হাতে গোটা বিশ্বের সামনে প্রতিবাদ করতে৷ গত কয়েক বছর ধরেই ইরানে মহিলাদের হিজাবপ্রথা বন্ধ করার দাবিতে বিক্ষোভ জানিয়ে আসছেন৷ এর আগে ইরানে একাধিকবার জেলও যেতে হয়েছে সংস্থাটির সদস্যদের৷ এবারেও দেশে ফিরলে নিশ্চিত জেল যেতে হবে আশঙ্কা ওপেন স্টেডিয়ামের সদস্যদের৷ তবে, বিশ্ববাসী এই আন্দোলনে সাড়া দিচ্ছেন তাতে খুশি তারা৷

[প্র্যাকটিসে চোট পেয়ে ফের ব্রাজিলের চিন্তা বাড়ালেন নেইমার, দেখুন ভিডিও]

বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়ে আপাতত গ্রুপ শীর্ষে ইরান৷ অন্যদিকে, প্রথম ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে আটকে গিয়েছিল ২০১০-এর চ্যাম্পিয়ন স্পেন৷ স্বাভাবিকভাবেই ইরানের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাপাবেন ইনিয়েস্তা, ব়্যামোস, কোস্তারা৷ তবে, খেলার পাশাপাশি এদিন নজর থাকবে ওপেন স্টেডিয়ামের বিক্ষোভের দিকে৷

The post স্টেডিয়ামে ঢুকতে দিতে হবে মেয়েদেরও, পোস্টার হাতে ইরানের মহিলারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement