সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৌলবাদের ভয়াল ছায়া এখনও পিঁছু ছাড়েনি ইরান, সহ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলির৷ আজও হিজাব ছাড়া বাড়ির বাইরে বেরনো নিষেধ মহিলাদের৷ সার্বজনীন কোনও অনুষ্ঠান বা জমায়েতে এখনও অংশ নিতে পারেননা রক্ষণশীল পরিবারের মেয়েরা৷ ফুটবল স্টেডিয়াম তো দূরের কথা৷ ১৯৭৯ সালে একটি আইন এনে ইরানের মহিলাদের ফুটবল স্টেডিয়ামে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়৷ বলা হয়, পুরুষপ্রধান খেলাগুলিতে মহিলাদের স্টেডিয়ামে প্রবেশের কোনও অধিকার নেই৷ প্রায় ৪০ বছর পর এই দীর্ঘদিন ধরে চলা প্রথার প্রতিবাদে শামিল হয়েছেন ইরানের মহিলারা৷ আর প্রতিবাদের মঞ্চ হিসেবে একটি মহিলা সংগঠন বেছে নিয়েছেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ কে৷
[রাশিয়ার কাছে হেরেও গোল করে ইতিহাস গড়লেন সালাহ]
মরক্কো-ইরান ম্যাচে স্টেডিয়ামে দেখা গিয়েছিল শাসকের বিরুদ্ধে পোস্টার হাতে কয়েক জন ইরানিয়ান মহিলা সমর্থককে৷ দাবি ছিল, স্টেডিয়ামে ঢুকতে দিতে হবে মহিলাদেরও৷ বিক্ষোভকারীদের দাবি, ইরানের শাসকরা চান না মেয়েরা খুশি থাক৷ কোনওভাবেই মেয়েদের মুক্তির পক্ষে নন মৌলবাদীরা৷ ওপেন স্টেডিয়াম নামে একটি সংস্থার সদস্যারা ইরানের সবকটি ম্যাচেই ওই পোস্টার নিয়ে হাজির হবেন৷ আজ কাজানেও দেখা যাবে ওই সংস্থার মহিলাদের পোস্টার হাতে গোটা বিশ্বের সামনে প্রতিবাদ করতে৷ গত কয়েক বছর ধরেই ইরানে মহিলাদের হিজাবপ্রথা বন্ধ করার দাবিতে বিক্ষোভ জানিয়ে আসছেন৷ এর আগে ইরানে একাধিকবার জেলও যেতে হয়েছে সংস্থাটির সদস্যদের৷ এবারেও দেশে ফিরলে নিশ্চিত জেল যেতে হবে আশঙ্কা ওপেন স্টেডিয়ামের সদস্যদের৷ তবে, বিশ্ববাসী এই আন্দোলনে সাড়া দিচ্ছেন তাতে খুশি তারা৷
[প্র্যাকটিসে চোট পেয়ে ফের ব্রাজিলের চিন্তা বাড়ালেন নেইমার, দেখুন ভিডিও]
বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়ে আপাতত গ্রুপ শীর্ষে ইরান৷ অন্যদিকে, প্রথম ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে আটকে গিয়েছিল ২০১০-এর চ্যাম্পিয়ন স্পেন৷ স্বাভাবিকভাবেই ইরানের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাপাবেন ইনিয়েস্তা, ব়্যামোস, কোস্তারা৷ তবে, খেলার পাশাপাশি এদিন নজর থাকবে ওপেন স্টেডিয়ামের বিক্ষোভের দিকে৷
The post স্টেডিয়ামে ঢুকতে দিতে হবে মেয়েদেরও, পোস্টার হাতে ইরানের মহিলারা appeared first on Sangbad Pratidin.